ডার্ক মোড
Monday, 10 March 2025
ePaper   
Logo
ঢাকাস্থ উত্তর খুলনা কল্যাণ পরিষদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকাস্থ উত্তর খুলনা কল্যাণ পরিষদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোলাম রব্বানী

খুলনা-৪আসনের (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) উপজেলার সুধীজনদের নিয়ে ৮ মার্চ শনিবার, ঢাকার ফার্মগেটস্থ হোটেল নিউ স্টার এন্ড কাবাবের ভিআইপি ২য় তলায় এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, অধ্যক্ষ, আটলিয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা, তেরখাদা এবং খুলনা-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা অধ্যাপক মাওলানা স.ম.এনামুল হক নব নির্বাচিত সভাপতি ,উত্তর খুলনা এস এম এ মজিদ স্মারক মাধ্যমিক বিদ্যালয়।

সাবেক ছাত্রনেতা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া,বিশিষ্ট শিল্পপতি মনিরুজ্জামান সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাড. কামরুল হাসান পলাশ,সদস্য সচিব।

প্রধান অতিথির বক্তব্যে জননেতা মাওলানা কবিরুল ইসলাম তিনি বলেন "আগামীর খুলনা-৪ জনতার বিজয় এ হামলা-মামলা বুকে নিয়ে তেরখাদার বুকে বিচরণ করেছি, শত শত দিন কারাগারে কাটিয়েছি, তবু মাথা নোয়াইনি। ইনশাআল্লাহ, বিজয় আসবেই।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সভাপতি তেরখাদা থানা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গোলাম রাব্বানী তিনি বলেন, "রূপসা, তেরখাদা ও দিঘলিয়ার মানুষ শান্তি চায়। এখানে কোনো চাঁদাবাজদের স্থান নেই। ইসলামের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমাদের জনগণ প্রস্তুত। বিজয় আসবেই, ইনকিলাব জিন্দাবাদ।

এছাড়া বক্তব্য দেন, তাওহীদুর রহমান সাবেক সভাপতি তেরখাদা থানার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা দ্বীন ইসলাম,সহ আরো অনেকে।

এ সময় আরো উপস্থিত ছিলেন নেতা কর্মীরা হলেন-হোসেন আলি,সাকিব,ইউনুস, বাহারুল ইসলাম,আলিম, সুমন,তামিম,শাহি,রবিউল,সাকিল চৌহদ্দি, রাশেদ (জগন্নাথ ইউনিভার্সিটি),শহিদুল ইসলাম, তরিকুল ইসলাম ,হাসান,আরিফুল ইসলাম(মোহাম্মদপুর), হাফি (রামপুরা), আক্তার হোসেন, আব্দুল্লাহ (মোহাম্মদপুর), অ্যাড.তারেক আলম, আনারুল ইসলাম, ফয়জুল্লাহ রাফি, আহমেদ, জান্নাত (যাত্রাবাড়ী),তাওহীদুর,নাসিম প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন