ডার্ক মোড
Sunday, 14 September 2025
ePaper   
Logo
ডেইলি স্টারের সাংবাদিক লিটনের মৃত্যু

ডেইলি স্টারের সাংবাদিক লিটনের মৃত্যু

জামালপুর প্রতনিধিি

ডেইলি স্টারের জামালপুর জেলা প্রতিনিধি, জেলা প্রেস ক্লাবের সদস্য এবং মাদারগঞ্জ শামসুন্নাহার কলেজের ইংরেজি প্রভাষক এবিএম আমিনুল ইসলাম লিটন (৫৭) ইন্তেকাল করেছেন। জামালপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার শোয়েব হোসেন সাংবাদিক লিটনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ১ মে সকালে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

লিটন দীর্ঘদিন যাবৎ কিডনি জণিত রোগে ভোগছিলেন। কিছুদিন আগে তিনি কিডনি প্রতিস্থাপনের জন্য সস্ত্রীক ভারতে যান। চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রীসহ তিনিও করোনা আক্রান্ত হন। ভারত থেকে মরহুমের লাশ কখন আসবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোন খবর জানা যায়নি।

এই গুণি সাংবাদিকের মৃত্যতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। জেলার সকল সাংবাদিক মহল, সুশীল সমাজের লোকের মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন