
ডিজি রেলকে ব্যারিস্টার ফুয়াদের পেটাতে চাওয়ায় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রেলওয়ে পোষ্য সোসাইটি
নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি একটি অনুষ্ঠানে এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার ফুয়াদ ডিজি রেলকে রাস্তায় দাঁড় করিয়ে ২৪ ঘন্টা পেটানোর আহ্বান জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ব্যারিস্টার ফুয়াদের এই বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত ও অত্যন্ত ন্যাক্কারজনক দাবি করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মো. মনিরুজ্জামান মনির।
১৬ ফেব্রুয়ারি ২০২৫ রোববার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ব্যারিস্টার ফুয়াদের এহেন বক্তব্য মব জাস্টিসকে উৎসাহিত করে দেশকে অস্থিতিশীল করতে পারে। বাংলাদেশ রেলওয়ের সর্বোচ্চ কর্মকর্তা অথবা অন্য কোন সরকারি কর্মকর্তাকে উদ্দেশ্য করে এমন কুরুচিপূর্ণ মন্তব্য এর আগে কোন রাজনৈতিক নেতা করেছেন কিনা তা আমাদের জানা নেই। ব্যারিস্টার ফুয়াদের এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের জন্য তাকে অবিলম্বে রেলওয়ে মহাপরিচালকের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ রেলওয়েকে ঠিক করার দায়িত্ব একা মহাপরিচালকের নয়। বাংলাদেশ রেলওয়ে রেলপথ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়ে আসছে। রেলওয়ে সেবার উন্নয়নে যেকোন ধরনের সুপরামর্শকে আমরা স্বাগত জানাই। একই ভাবে শিষ্টাচার বহির্ভূত উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদ জানাই।
মনিরুজ্জামান মনির ব্যারিস্টার ফুয়াদের এই ন্যাক্কারজনক মন্তব্যের বিরুদ্ধে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়েকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।