ডিইউজে নির্বাচন পরিচালনা কমিটি ও বিএফইউজে ট্রাইব্যুনাল এর যৌথ সভার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিনিধি
গত ২৭-০২-২০২৪ তারিখে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে-এর নির্বাচন নিয়ে বিএফইউজে গঠিত ট্রাইব্যুনাল এবং নির্বাচন পরিচালনা কমিটির যৌথ সভায় আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে নিম্নলিখিত সিদ্ধান্তসমুহ গৃহীত হয়।
(১) ভোটার তালিকা :
(ক) গত ২০-০২-২০২৪ তাং অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী সর্বশেষ ভোটার তালিকা থেকে মৃতদের নাম বাদ দিয়ে, যারা বিদেশে অবস্থান করছেন তাদের ভোটাধিকার স্থগিত রেখে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। এই ভোটার তালিকায় ডিইউজে’র বিদায়ী সাধারণ সম্পাদক ও এজিএম-এর সভাপতির স্বাক্ষর থাকতে হবে।
(খ) ছবিযুক্ত ভোটার তালিকা পাওয়া গেলে সেটি নির্বাচন পরিচালনা কমিটি সম্পূরক তালিকা হিসেবে ব্যবহার করতে পারবেন।
(গ) ভোটদানের সময় প্রত্যেক ভোটারকে তাদের জাতীয় পরিচয়পত্র এবং পেশাগত পরিচয়পত্র সঙ্গে আনতে হবে- যাতে কমিশন চাইলে তারা তা প্রদর্শন করতে পারেন।
২। ভোট গণনা:-
(ক) প্রথমে সভাপতি ও সাধারণ সম্পাদকের ভোটের প্রয়োজনীয় সংখ্যক স্যাম্পল হাতে গণনা করা হবে। পরে তা মেশিনে কাউন্টিং করা হবে। এতে কোনরকম ত্রুটি ধরা পড়লে নির্বাচন কমিশনে আপিলের প্রেক্ষিতে ভোট হাতে পুনঃগণনা করা হবে। কোন বিরোধ দেখা দিলে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য ব্যালট পেপার জাতীয় প্রেস ক্লাবে সুরক্ষিত অবস্থায় রাখা হবে।
(৩) ব্যালট: সভাপতি ও সাধারণ সম্পাদকের জন্য একটি পৃথক ব্যালট এবং বাকীদের জন্য অপর একটি ব্যালট ব্যবহৃত হবে।
(৪) মনোনয়ন ফি: বিদায়ী ডিইউজে’র নির্বাহী পরিষদ কর্তৃক নির্ধারিত মনোনয়ন ফি সভায় সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়।
(৫) ভোটগ্রহণের তারিখ : বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে সভা আগামী ১১ মার্চ সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএফইউজে’র সভাপতি ও ট্রাইব্যুনালের চেয়ারম্যান জনাব ওমর ফারুক। উপরোক্ত সিদ্ধান্তসমূহের সঙ্গে একমত পোষণ করে স্বাক্ষর করেন বিগত এজিএম-এর সভাপতি মনজুরুল আহসান বুলবুল, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ফরিদ হোসেন, বিএফইউজে’র সহ-সভাপতি ও ট্রাইব্যুনালের সদস্য সচিব মধুসূদন মন্ডল, ট্রাইব্যুনালের সদস্য দীপ আজাদ, মামুনুর রশিদ, খায়রুজ্জামান কামাল, বিএফইউজে’র সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ, ডিইউজের বিদায়ী সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক মো: আখতার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মহসীন আল আব্বাস, দেবাশীষ চক্রবর্তী উত্তম ও মো: আল মামুন।