
জুলাই আন্দোলনে নিহত বাউফলে হৃদয়ের বাড়ি তারেক রহমানের প্রতিনিধি
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের পশ্চিম যৌতা গ্রামের জুলাই যোদ্ধা শহীদ আশিকুর রহমান হৃদয়ের (১৭) পরিবারের খোঁজ নিতে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ্ধসঢ়; আমান। রবিবার রাত সোয়া ৯টার দিকে ওই ছাত্রদল নেতা শহীদ পরিবারের বাড়ি আসেন। এ সময় প্রাথমিক ভাবে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয় এবং এই পরিবারের আর্থিক অনটন না থাকে সে বিষয়ে পদক্ষেপ নিবে বিএনপি বলে জানান ছাত্রদল নেতা আমান। এ সময় উপস্থিত ছিলেন,ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম—সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন,পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ,বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুজাহিদুল ইসলাম,পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল ফাহাদ প্রমূখ।
উল্লেখ,পশ্চিম যৌতা গ্রামের আনসার হাওলাদারের ছেলে হৃদয়। জুলাই গণঅভ্যুত্থানে হৃদয় ঢাকায় রাজপথে অংশ নেন। ১৮ জুলাই যাত্রাবাড়ি মোড়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হন সে। তার মাথায় তিনটি গুলিবিদ্ধ হন। উন্নত চিকিৎসার অভাবে তার মাথা থেকে গুলি বের করা সম্ভব হয়নি। গত
শুক্রবার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।