
জামায়াতে ইসলামী রাউজান সদর ইউনিয়ন শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাউজান উপজেলার ৭নং রাউজান সদর ইউনিয়নের উদ্যোগেপবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার, ২০ মার্চ রাউজান আর্যমৈত্রেয় ইনস্টিটিউশন হলরুমে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাউজান উপজেলা সেক্রেটারি রিদওয়ান শাহ্। সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭নং রাউজান ইউনিয়ন শাখার সহ সভাপতি আবুল কালাম আজাদ।
প্রধান আলোচক ছিলেন কদলপুর হামিদিয়া কামিল (এম. এ) মাদ্রাসার উপাধ্যক্ষ হযরতুল মাওলানা মুহাম্মদ দিদারুল আলম। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাউজান ইউনিয়ন সেক্রেটারি মুহাম্মদ ইমরান হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাউজান পৌরসভার আমীর বেলাল মোহাম্মদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাউজান উপজেলা ওলামা বিভাগের সভাপতি নাজিম উদ্দিন আল আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কদলপুর ইউনিয়ন শাখার সভাপতি এ.কে. এম. মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাউজান আদর্শ থানা শাখার সভাপতি মুহাম্মদ শাহ জালাল,রাউজান থানা ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবদুল মান্নান মনি। এসময় উপস্থিত ছিলেন রাউজান পূর্ব গুজরা ইউনিয়ন সভাপতি মুহাম্মদ এরশাদুল ইসলাম, রাউজান ইউনিয়ন সভপতি মুহাম্মদ জামাল উদ্দীন, সহ সভাপতি বরিউল হোসেন সুজন,রাউজান ইউনিয়ন বায়তুল সেক্রেটারি মুহাম্মদ নুরুসছাপা, সহ বায়তুল সেক্রেটারি শাহরিয়ার ইদ্রিস তুহিন, রাউজান ইউনিয়ন ৯নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ আব্দুর রহমান, রাউজান ইউনিয়ন ৮নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ শাহাবু উদ্দিন, রাউজান ইউনিয়ন ১নং ওয়ার্ড সভাপতি হাফেজ মুহাম্মদ আরাফাত, কদলপুর ইউনিয়ন সেক্রেটারি মুহাম্মদ মনির উদদীন চৌধুরী, কদলপুর ইউনিয়ন বায়তুল সেক্রেটারি মুহাম্মদ বদিউল আলম,শ্রমিক কল্যাণ ফেডারেশন রাউজান উপজেলা প্রচার সম্পাদক মুহাম্মদ পারভেজ, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আবদুল হান্নান রাজু, রাউজান পৌরসভা ৮নং ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ নাজিম উদ্দীন, রাউজান পৌরসভার টিম সদস্য মুহাম্মদ সিরাজুল ইসলাম। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাউজান উপজেলা সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক মুহাম্মদ শাহ নেওয়াজ এবং বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল , সদস্য বৃন্দ বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ ও রাজনীতিবিদ উপস্থিত ছিলেন।