ডার্ক মোড
Saturday, 15 March 2025
ePaper   
Logo
জবিসাসের ইফতার মাহফিল: ছাত্র সংগঠনের মিলন মেলা

জবিসাসের ইফতার মাহফিল: ছাত্র সংগঠনের মিলন মেলা

জবি প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সোশ্যালিস্ট স্টুডেন্টস ফ্রন্টসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ৩১৫ নম্বর কক্ষে এই ইফতার আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (JnU) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, "জুলাই বিপ্লবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী রয়েছে, কিন্তু একটি ছাত্রী হল ছাড়া কোনো হল নেই। পরবর্তী বাজেট বরাদ্দের ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অগ্রাধিকার দেওয়া হবে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন।

আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আসাদুল ইসলাম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ (BSRC)-এর সেক্রেটারি রায়হান হোসেন রাব্বি, সোশ্যালিস্ট স্টুডেন্টস ফ্রন্টের সভাপতি ইভান তাহসীব ও সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা ও সদস্য সচিব সিফাত সাকিবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন