
চিলমারীতে সাবেক ইউপি সদস্য ফয়জার গ্রেফতার
চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বিশেষ অপারেশন পরিচালনা করে সাবেক এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে চিলমারী মডেল থানা পুলিশ।
বুধবার (১৯ মার্চ) অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন রমনা মডেল ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ ফয়জার রহমান। তিনি উপজেলার রমনা ইউনিয়নের মুদাফৎথানা পশ্চিম বেলের ভিটা এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে এছাড়াও তিনি ওই ওয়ার্ডের পতিত আওয়ামী লীগের সদস্য।
পুলিশ জানিয়েছেন, ছাত্র জনতার উপর হামলাকারী পতিত ফ্যাসিস্ট সরকারের অর্থ যোগানদাতা হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ও তাদের সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে দেশব্যাপী চলমান অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে কুড়িগ্রামের চিলমারীতেও এ অভিযান অব্যাহত রয়েছে।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোশাহেদ খান বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর আসামি কে যথাযথ পুলিশ র্স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।