ডার্ক মোড
Friday, 28 March 2025
ePaper   
Logo
চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ডিবি কর্মকর্তা আটক

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ডিবি কর্মকর্তা আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি পুলিশের পরিচয় দিয়ে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এক ব্যক্তির উপর। ওই ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে স্থানীয় জনতা। পরে গণপিটুনি দিয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে সদর উপজেলা ঝিলিম ইউনিয়নের দালালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ওই ভুয়া ডিবি সদস্য হলেন, সদর উপজেলার নিউ ইসলামপুর এলাকার মো. খাইরুল বাসারের ছেলে মো. মশিউর রহমান (৩৩)।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে দালালপাড়া এলাকার একটি বাথান এলাকায় গিয়ে ডিবি পুলিশ পরিচয় দেয় আটককৃত মশিউর রহমান। এসময় নাচোল উপজেলার জবিন-কবিন গ্রামের চিত্ত রায়ের ছেলে আদিত্য রায়ের কাছ থেকে ২৭ হাজার টাকাও ছিনতাই করে।

বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হওয়ায় মশিউর রহমানকে আটকে রাখা হয়। পরে একটি দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রেখে গণপিটুনি দেওয়া হয়। পরে মশিউরকে পুলিশে সোপর্দ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মতিউর রহমান জানান, ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকা ছিনতাইয়ের সময় স্থানীয়রা হাতেনাতে আটক করে মশিউর রহমানকে। পরে পুলিশকে খবর দিলে তাকে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন