
গোপালগঞ্জে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
গোলাম রব্বানী, গোপালগঞ্জ
রোববার সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা"তে গোপালগঞ্জ জেলার চলমান উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক ও যুগ্মসচিব মুহাম্মদ কামারুজ্জামান।
সভায় জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, অবকাঠামোগত অগ্রগতি, সেবাখাতের উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি ও প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এতে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় জেলা প্রশাসক বলেন, “সরকারি উন্নয়ন কার্যক্রমের প্রতিটি ধাপ যেন জনবান্ধব ও টেকসই হয় তা নিশ্চিত করতে হবে। এজন্য মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকলকে কার্যকর সমন্বয় ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
আলোচনায় অংশগ্রহণকারীরা বর্তমান উন্নয়ন কার্যক্রমের সাফল্য তুলে ধরেন এবং কিছু চ্যালেঞ্জ ও সুপারিশও প্রদান করেন।
অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জেলা প্রশাসন গোপালগঞ্জ সবসময় সবার সহযোগিতা কামনা করে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন