
গাজায় হত্যাকাণ্ড বন্ধ করতে হবে : ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান
আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস।
গাজায় যুদ্ধবিরতি পুনরায় কার্যকরে চাপ দেওয়ার জন্য ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মিসরে যাত্রাবিরতির সময় এই মন্তব্য করেন তিনি।
গাজায় যুদ্ধবিরতি ভেঙে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বন্ধেরও আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের এই শীর্ষ কূটনীতিক। রোববার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
মূলত হামাসের সাথে যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে আলোচনা স্থগিত হওয়ার পর গত মঙ্গলবার গাজা উপত্যকায় তীব্র বিমান হামলা এবং তারপরে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। বর্বর এই হামলায় শত শত ফিলিস্তি নিহত হয়েছেন। নিহতদের অনেকেই নারী ও শিশু।
কায়রোতে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সাথে এক সংবাদ সম্মেলনে ইইউয়ের কাজা ক্যালাস বলেন, “আমরা ইসরায়েলের পুনরায় হামলা শুরুর তীব্র বিরোধিতা করি, যার ফলে গাজায় ভয়াবহ প্রাণহানি ঘটেছে। এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। নতুন যুদ্ধে উভয় পক্ষই হেরে গেছে।”