ডার্ক মোড
Monday, 24 March 2025
ePaper   
Logo
গাজায় গণহত্যার প্রতিবাদে সরিষাবাড়ীতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাজায় গণহত্যার প্রতিবাদে সরিষাবাড়ীতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর)

জামালপুরের সরিষাবাড়ীতে গাজায় চলমান গণহত্যা ও মুসলিম নিধনের প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার দুপুরে উপজেলা মডেল মসজিদ হতে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরিষাবাড়ী মডেল মসজিদে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সরিষাবাড়ী উপজেলা পরিষদ কমপ্লেক্স মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ এনামুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী মডেল মসজিদের ইমাম মাওঃ আবুল কাসেমী, সরিষাবাড়ী উলামা পরিষদের পৌর শাখার সভাপতি মাও: জুনায়েদ, মুফতি গোলাম রব্বানী, মাওঃ সানি, ছাত্র প্রতিনিধি ছাবের হোসেন বিপুল, লিমন, রিফাত সরকার, মাহমুদুল হাসানসহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসার আলেম-উলামা ও শিক্ষার্থীরা।

পরে সমাবেশে মুসলিম জাতিকে ইজরাইলি সকল পণ্য বয়কট করার আহ্বান জানান বক্তারা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন