ডার্ক মোড
Saturday, 26 April 2025
ePaper   
Logo
কিশোরগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

কিশোরগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

 
এ জেড আল মুজাহিদ , কিশোরগঞ্জ 
 
কিশোরগঞ্জে ছাত্র-জনতার জুলাই- আগস্ট গণঅভ্যুত্থান -২০২৪ এর জেলার গেজেটভুক্ত ১৮ জন শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
 
গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জেলা পরিষদের অর্থায়নে জেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
কিশোরগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক ইমনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদদের পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ মোস্তারী কাদেরী।
 
গেজেটভুক্ত কিশোরগঞ্জের ১৮ জন শহীদের প্রত্যেক পরিবারবর্গের মাঝে দুই লাখ টাকা করে চেক প্রদান করা হয়।
 
আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ পরিবারের লোকজনসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে কোন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন না বলে জানা যায়। তবে গণমাধ্যমকর্মীরা অনুপস্থিত না থাকার রহস্য এ রিপোর্ট লিখা পর্যন্ত জানা যায়নি।
 
এ বিষয়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক ইমন বলেন, দাওয়াত দিয়েছিলাম, কেউ আসেনি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন