কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট সিলেটের রাজস্ব আদায় পর্যালোচনা সভা
সিলেট ব্যুরো
কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট সিলেট এর সম্মেলন কক্ষে ২০২২-২৩ অর্থবছরের জানুয়ারী,২০২৩ মাস পর্যন্ত স্থানীয় ও আমদানি পর্যায়ে রাজস্ব আদায় পর্যালোচনা সভা (২২ ফেব্রুয়ারি) বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।
কমিশনার মোহাম্মদ আকবর হোসেন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম, যুগ্ম-কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম এবং এ কমিশনারেটের অধীনস্থ ভ্যাট ও কাস্টমস বিভাগীয় দপ্তরে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তাবৃন্দ।
সভায় ডিসেম্বর-২০২২ ও জানুয়ারী-২০২৩ কর মেয়াদের রাজস্ব আহরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বেস্ট ডিভিশনাল অফিসার অব দ্যা মান্থ মোঃ সোলাইমান হোসেন, উপ-কমিশনার ও আহম্মদ ছালাউদ্দিন, সহকারী কমিশনার; বেস্ট সার্কেল অফিসার অব দ্যা মান্থ মোঃ জাহাঙ্গীর হোসেন, রাজস্ব কর্মকর্তা ও এসএম আনোয়ারুল কাদির, রাজস্ব কর্মকর্তা এবং বেস্ট সেক্টর অফিসার অব দ্যা মান্থ কামনাশীষ তালুকদার ও আবু বকর ছিদ্দিক, সহকারী রাজস্ব কর্মকর্তাদ্বয়কে অফিসার অব দ্যা মান্থ সম্মাননা প্রদান করা হয়।