
কাউখালীতে ভিজিএফ'র চালের বস্তায় এখনও স্বৈরশাসকের প্রচারণা
পিরোজপুর প্রতিনিধি
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আট মাস পরেও পিরোজপুরের কাউখালীতে ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ'র ( ত্রাণ) চালের বস্তায় এখনও স্বৈরশাসক শেখ হাসিনার উন্নয়নের প্রচার অব্যাহত রেখেছেন।
বুধবার (১৯ মার্চ) কাউখালী উপজেলা খাদ্য গুদাম থেকে সদর ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে বিতরণের জন্য সরবরাহ করা ভিজিএফ এর (ত্রাণ) ৩০ কেজি ওজনের প্রত্যেকটি চালের বস্তার ওপরে শেখ হাসিনা সরকারের " শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ " স্লোগানটি লেখাটি দেখা যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা খাদ্য অধিদপ্তরের গোডাউন থেকে কাউখালী সদর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে সরকারি ভিজিএফ’র চাল বিতরণের জন্য গুদাম থেকে ইউনিয়ন পরিষদে ও খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ডিলারদের কাছে পাঠানো প্রায় সবগুলো চালের বস্তার ওপরেই শেখ হাসিনা সরকারের লেখা স্লোগানটি চোখে পড়ে। বিষয়টি নিয়ে বিতর্ক হলে খাদ্য গোডাউন কতৃপক্ষ পরে বাকী ইউনিয়নের চালের বস্তায় কালি দিয়ে শেখ হাসিনার নাম মুছে দিয়ে চালগুলো বিতরণ করতে দেখা যায়।
এবিষয়ে কাউখালী উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ স্লোগান শুধু ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ'র চালের বস্তায় নয়, উপজেলার খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ৭ টি কেন্দ্রের ডিলারদের মাধ্যমে বিতরণ করা চালের বস্তাতেও এধরণের লেখা রয়েছে। সরকারি ত্রাণ সহায়তায় কোনো স্বৈরশাসকের নাম থাকা যাবে না, তবু এখনো এই স্লোগান চালের বস্তায় রয়ে গেছে। এতে মনে হচ্ছে স্বৈরশাসকের দোসররা এখনো ঘাপটি মেরে বিভিন্ন দপ্তরে বসে আছেন। যারা এখনো হাসিনার নাম প্রচারে ব্যস্ত। অভ্যুত্থান পরবর্তীতে সরকারি কর্মসূচিতে শেখ হাসিনার স্লোগান সরিয়ে নেয়া উচিত ছিল। এতদিনেও খাদ্য বিভাগের বস্তায় এমন স্লোগান থাকা দুঃখজনক। যদি কর্তৃপক্ষ জেনে বুঝেই আগের বস্তা ব্যবহার করে তাহলে ধরে নেব তাদের মধ্যে এখনো হাসিনা প্রীতি রয়ে গেছে। স্বৈরশাসকের নামের স্লোগান অপসারণে প্রশাসনের কেন এত উদাসীনতা?
কাউখালী সদর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়াডের সদস্য মোঃ আজম খান বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমার ওয়াডের হতদরিদ্রদে মধ্যে বিতরণের জন্য ভিজিএফর চাল বরাদ্দ পেয়েছি। চাল বিতরণের সময় গোডাউন থেকে সরবরাহকৃত ৩০ কেজির প্রতিটি বস্তায় বিগত সরকারের 'শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ ' এ স্লোগান লেখা দেখতে পাই। বিষয়টি নিয়ে বিতর্ক হওয়ায় আমরা বিব্রত অবস্থায় পড়েছি।
এ ব্যাপারে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মোঃ আবুল কালাম বলেন, উর্দ্ধত্তন কর্তৃপক্ষের নির্দেশে প্রতিটি চালের বস্তায় লেখা স্লোগান থেকে 'শেখ হাসিনা' শব্দটি কালো কালি দিয়ে মুছে দিচ্ছি। সময় সল্পতার কারণে কাউখালী সদর ইউনিয়নের ও খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারদেরকে সরবরাহ করা চালের বস্তার লেখা মুছে দেয়া সম্ভব হয়নি। বাকী ইউনিয়নের চালের বস্তায় শেখ হাসিনা স্লোগান মুছে সরবরাহ করা হচ্ছে।
এ প্রসঙ্গে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মেহেদী হাসান বলেন, এই বস্তাগুলো আগের টেন্ডারে সরবরাহ করা হয়েছে এর জন্য এমন হয়েছে। বিষয়টি নিয়ে বিতর্ক দেখা দেয়ায় উর্দ্ধত্তন কর্তৃপক্ষের নির্দেশে বাকী চালের বস্তায় শেখ হাসিনা লেখাটি মুছে দেয়া হচ্ছে।