এলজিইডি প্রকৌশলীদের নতুন বাংলা গড়তে মান সম্মত টেকসই অবকাঠামো নির্মাণের তাগিদ
নিজস্ব প্রতিবেদক
এলজিইডির আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা এলজিইডি সদর দপ্তরে সোমবার (৯ সেপ্টেম্বর ২০২৪) অনুষ্ঠিত হয়।
উক্ত পর্যালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভ‚মি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এ, এফ, হাসান আরিফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এলজিইডি সারাদেশে মানুষের ভাগ্যর উন্নয়নের কাজ করে থাকে। তিনি এলজিইডি প্রকৌশলীদের ছাত্র, জনতা শ্রমিকদের গণঅভ্যুন্থানের নতুন সরকারের পাশে থেকে মানসম্মত ও টেকসই অবকাঠামো নির্মাণের তাগিদ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান বলেন, এলজিইডি প্রকৌশলীগণ মেধাবী তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মোঃ নজরুল ইসলাম বলেন, এলজিইডির সাথে আমরা গভীরভাবে কাজ করতে চাই।
পর্যালোচনা সভার সভাপতি এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আলি আখতার হোসেন বলেন, দেশ ও জনগণের সেবা করতে এলজিইডির প্রকৌশলীগণ বদ্ধপরিকর।
এলজিইডি প্রকৌশলীগণ দেশের অবকাঠামো নির্মাণে সর্বদা কাজ করে যাচ্ছে। পর্যালোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ। আরো বক্তব্য রাখেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মোজাক্কা জাহের, কে, এম, জুলফিকার আলী, মোঃ এনামুল হক, মোঃ আব্দুর রশীদ মিয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মমিন মজিবুল হক সমাজীসহ প্রমুখ।