এলজিইডিতে ক্রিলিকসহ চারটি প্রকল্পের প্রশিক্ষণ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
এলজিইডি সদর দপ্তরের আরডিইসি ভবনের সেমিনার কক্ষে রোববার জলবায়ুসহিষ্ণু স্থানীয় অবকাঠামো কেন্দ্রসহ (ক্রিলিক) চারটি প্রকল্পের প্রশিক্ষণের উদ্বোধন করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ।
পাঁচ দিনব্যাপী টিওটি কোর্স অন টোটাল স্টেশন, চারদিনের ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, পাঁচদিনের কোয়ালিটি কন্ট্রোল প্রশিক্ষণ, পাঁচদিনের র্যাপিড ক্লাইমেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট এবং তিনদিনের কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট মনিটরিং ইনক্লুডিং ই-সিএমএস ট্রেনিং শিরোনামে প্রশিক্ষণগুলো অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুর রশীদ মিয়া মানবসম্পদ উন্নয়ন মান নিয়ন্ত্রণ ও পরিবেশ ইউনিট, মো. আনোয়ার হোসেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজ, মো. আব্দুল হাকিম অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ডাইরেক্টর ক্রিলিক। সংবাদ বিজ্ঞপ্তি।