ডার্ক মোড
Friday, 01 November 2024
ePaper   
Logo
উৎসে কর না বাড়ানোর অনুরোধ বিজিএমইএ’র

উৎসে কর না বাড়ানোর অনুরোধ বিজিএমইএ’র

নিজস্ব প্রতিবেদক

তৈরি পোশাক খাতে উৎসে কর কর্তনের হার না বাড়াতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ।

জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী বাজেট পেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এক বিজ্ঞপ্তিতে বিজিএমইএ’র পক্ষ থেকে এ অনুরোধ জানানো হয়।

শূন্য দশমিক ৫ শতাংশ হারের বর্তমান হার আরও পাঁচ বছর বহাল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রতি বিজিএমইএ’র পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

এর আগে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উৎসে কর দ্বিগুণ করে ১ শতাংশ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। কিন্তু, বিজিএমইএ মনে করে—পোশাক খাতের ওপর কর হার না বাড়িয়েও রাজস্ব বাড়ানো সম্ভব।

তথ্য দিয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, গত অর্থবছরে পোশাক রপ্তানি থেকে আয় ছিল ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। এ বছর ৪১ বিলিয়ন ডলার আয়ের আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি এস এম মান্নান কচি রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ আন্তর্জাতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, আগামীতে বিশ্ববাজারে পোশাকের চাহিদা কমে আসবে। সার্বিক পরস্থিতি বিবেচনায় উৎসে কর কর্তনের হার অপরিবর্তীত রাখার দাবি সরকার মেনে নেবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন