ডার্ক মোড
Thursday, 20 March 2025
ePaper   
Logo
উল্লাপাড়ায় টয়লেটের কূপ খনন করতে গিয়ে মাটি ঝেপে পড়ে ১ ব্যক্তির মৃত্যু

উল্লাপাড়ায় টয়লেটের কূপ খনন করতে গিয়ে মাটি ঝেপে পড়ে ১ ব্যক্তির মৃত্যু

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় টয়লেটের কূপ খনন করতে গিয়ে উপরের মাটি ঝেপে পড়ে কুপের মধ্যেই মারা গেলেন শান্তা (৫৫) নামের ব্যক্তি। মঙ্গলবার ১৮ মার্চ বিকেলে উপজেলার শ্যামপুর গ্রামের মোঃ আফজাল হোসেনের বাড়ির টয়লেটের কূপ খননের সময় এ-ই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। শান্তা ইসলাম উল্লাপাড়া পৌরসভার বারইয়া মহল্লার বাসিন্দা এবং কূপ খনন করাই তার পেশা।

স্থানীয় লোকজন ও উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম জানান, শান্তা উল্লেখিত ব্যক্তি আফজাল হোসেনের বাড়িতে একা কূপ খনন করছিলেন। প্রায় ২০ ফিট খোড়ার পর হঠাৎ করে উপর থেকে মাটি কূপে মধ্যে পড়ে যায় এবং সে মাটির নিচে চাপা পড়ে সেখানেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও উল্লাপাড়া মডেল থানা পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর শান্তার মরদেহ উদ্ধার করে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান কূপের মাটি চাপা পড়ে শান্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা একটি দুর্ঘটনা। নিহত শান্তার মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন