ইসরায়েলে ভয়াবহ রকেট হামলা হিজবুল্লাহর, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলে বড় ধরনের হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রকেট নিক্ষেপের মাধ্যমে চালানো পৃথক এই হামলায় ৭ জন নিহত হয়েছেন। ইসরায়েলের উত্তরাঞ্চলে এই হামলাও প্রাণহানির ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সাম্প্রতিক মাসগুলোর মধ্যে এটিই ইসরায়েলে হিজবুল্লাহর সবচেয়ে মারাত্মক হামলা। শুক্রবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলের শহর মেটুলার কাছে রকেটের আঘাতে একজন ইসরায়েলি কৃষক এবং চারজন বিদেশি কৃষি শ্রমিক নিহত হয়েছেন বলে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন।
পরে উপকূলীয় শহর হাইফার উপকণ্ঠে কিবুতজ আফেকের কাছে একটি জলপাই বাগানে পৃথক হামলায় এক ইসরায়েলি নারী এবং তার প্রাপ্তবয়স্ক ছেলে নিহত হন।
হিজবুল্লাহ বলেছে, তারা হাইফার উত্তরে ক্রায়োট এলাকার দিকে এবং লেবাননের শহর খিয়ামের দক্ষিণে সীমান্তের ওপারে অবস্থিত মেটুলাতে ইসরায়েলি বাহিনীর দিকে রকেট নিক্ষেপ করেছে।
হামলায় নিহত ইসরায়েলি কৃষকের নাম স্থানীয় গণমাধ্যম ওমর ওয়েইনস্টেইন বলে জানিয়েছে। আর সংবাদমাধ্যম হারেৎজের মতে, নিহত চার বিদেশি শ্রমিকের সবাই থাইল্যান্ডের নাগরিক।
এছাড়া পঞ্চম বিদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন। অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, তাদেরকে হেলিকপ্টারে করে হাইফার রামবাম হেলথ কেয়ার ক্যাম্পাসে স্থানান্তর করা হচ্ছে।
হারেৎজ জানিয়েছে, হামলার সময় ওয়েইনস্টেইন এবং বিদেশি শ্রমিকরা সীমান্ত বেড়ার কাছে একটি কৃষিক্ষেত্রে ছিলেন।
এদিকে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে চালানো রকেট হামলায় ৫ জন থাই নাগরিক নিহত হয়েছে বলে শুক্রবার থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
মারিস সাঙ্গিয়ামপঙ্গসা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, বৃহস্পতিবার মেটুলা শহরের কাছে প্রাণহানির ঘটনায় তিনি ‘গভীরভাবে মনক্ষুণ্ন’ হয়েছেন। তিনি আরও বলেছেন, হামলায় অপর এক থাই নাগরিক আহত হয়েছেন।
ইসরায়েলে প্রায় ৩০ হাজার থাই নাগরিক বসবাস করছেন। কারণ, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির চেয়ে ইসরায়েলে মজুরি অনেক বেশি।
অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বৃহস্পতিবার সারাদেশে ইসরায়েলের বর্বর হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ লেবাননে পৃথক হামলায় কমপক্ষে ছয়জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।
মূলত গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।
হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। গত সপ্তাহে লেবাননে অভিযানরত ইসরায়েলি বাহিনীর ৭০ জন সেনাকে হত্যার দাবি করেছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি।