ডার্ক মোড
Sunday, 09 March 2025
ePaper   
Logo
ইমরান হাশমির নতুন ছবির ইঙ্গিত, চিরচেনা রূপেই ফিরছেন নায়ক

ইমরান হাশমির নতুন ছবির ইঙ্গিত, চিরচেনা রূপেই ফিরছেন নায়ক

বিনোদন ডেস্ক

বলিউডের সিরিয়াল কিসার খ্যাত ইমরান হাশমিকে চেনেন না এমন দর্শক পাওয়া দুষ্কর। তবে কিসার তকমাতে আপত্তি নায়কের। সেসব অনেক পুরোনো চর্চা হলেও ইমরানের রয়েছে আলাদা ফ্যানবেজ। এখনও দর্শকেরা উৎসুক তাকে সেই চিরচেনা রূপে ফিরে দেখার জন্য।

কারণ, ইনটেন্স চুমুর থেকে ইনটেন্স অভিনয় আরও বেশি প্রভাব ফেলতে পারে দর্শকমনে সেটা- সেটিই প্রমাণ করেছেন ইমরান হাশমি। সঙ্গে অভিনয় দক্ষতার বিষয়টিও তো থেকেছে।

এরই মধ্যে তার অভিনীত ৮ বছর আগে মুক্তি পাওয়া ‘আওয়ারাপন’ ছবি নিয়ে একটি পোস্ট দিল এক নতুন ইঙ্গিত। বলা বাহুল্য, সেই ছবিতে ইমরানের অভিনয়ের শুধু প্রশংসাই হয়নি, সেই প্রজন্মের কলার টিউনে বেজে উঠত ‘আওয়ারাপন’-এর গান; চলত মানুষের বাড়ি বাড়িতে ভিসিআর, ডিভিডি প্লেয়ারে।

সদ্যই আবার ফিরে এলো সেই গান! তবে এবার সোশ্যাল মিডিয়াইয়, খানিকটা বিশেষ হয়ে! 'তো ফির আও' ছবির সেই জনপ্রিয় গানটি বাজল এক ভিডিওতে। সেই ভিডিও পোস্ট করেছেন খোদ ইমরান হাশমি নিজেই।

দেখা যাচ্ছে, ইমরান এক নৌকায় চেপে এগিয়ে চলেছেন। কিছুক্ষণ পর সে খাঁচা থেকে মুক্ত করছে পায়রাদের, ঠিক যেমনটি ‘আওয়ারাপান’ ছবিতে করেছিল শ্রিয়া সরণ চরিত্রটি। হাশমির মুখে শোনা যাচ্ছে সেই জনপ্রিয় সংলাপও। আর তারপরই শুরু হয় ‘তো ফির আও’। স্ক্রিনে ফুটে ওঠে রক্তাক্ত হাত আরও চেপে ধরছে রিভলভার। আর তারপরের দৃশ্যে চোখ খুলতে দেখা যাচ্ছে ইমরানকে।

বুঝতে বাকি নেই অনেকের, অনেকটাই ধোঁয়াশা মাখানো এই ছোট্ট ভিডিও। পোস্টের মন্তব্য ঘরেও কৌতূহলী ভক্তদের একের পর এক প্রেডিকশন। কেউ লিখছেন ‘রি রিলিজ হতে চলেছে আওয়ারাপন?’ আবার কেউ লিখেছেন, ‘সিকোয়েল আসতে চলেছে!’- এমন সব মন্তব্যের ঝড় বইছে কমেন্ট সেকশনে।

যদিও হাশমি কিংবা নির্মাতারা এই পোস্টের সম্পর্কে মুখ খোলেননি, তবে ইন্ডাস্ট্রি সূত্র থেকে যে খবর এসেছে তা হলো- এই ভিডিওই সম্ভবত ‘আওয়ারাপন’ সিকোয়েলের ইঙ্গিত দিল। ‘আওয়ারাপন’ পরিচালনা করেছিলেন মোহিত সুরী এবং অভিনয় করেছিলেন মৃণালিনী শর্মা, আশুতোষ রানা, পূরব কোহলী প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন