
আশাশুনিতে পলিথিন ও প্লাস্টিক প্রতিরোধে জেলেদের কর্মশালা
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলেদেরকে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। রূন্তরের সুন্দর বন প্রকল্পের আয়োজনে ৪০ জন জেলেসহ ইয়ুথ ফোরামের সদস্যদের অংশ গ্রহনে কর্মশালায় সভাপতিত্ব করেন, জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বন কর্মকর্তা মোঃ রিজাউল করিম। কর্মশালায় অন্যদের মধ্যে আলোচনা করেন, ইয়ুথ ফর সুন্দরবনের আহবায়ক কর্ণ বিশ্বাস কেডি, আব্দুল্লাহ আল মাসুদ ও পবিত্র সরকার। প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা করেন, সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া।
অংশগ্রহণকারী বনজীবিরা পরিবেশের "সতর্ক প্রহরী" হতে আগ্রহ প্রকাশ করেন এবং তারা টেকসই ও পরিবেশ বান্ধব সম্পদ আহরনের ব্যাপারে একমত পোষণ করেন।