
আলী হাবিব ও স্বপন দত্তের মৃত্যুতে ডিইউজে’র শোক
নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ও কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিব এবং প্রবীণ সাংবাদিক স্বপন দত্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন।
বুধবার (১৯ মার্চ) এক বিবৃতিতে ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এ দুই সিনিয়র সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, আলী হাবিব ও স্বপন দত্ত নিজ নিজ অবস্থানে সারাজীবন আপসহীন থেকে লড়াই করেছেন। পেশাদার সাংবাদিক হিসেবে তারা যেমন দায়িত্ব পালনে অগ্রণী ছিলেন, তেমনি সাংবাদিক সমাজের মর্যাদা রক্ষায়ও ভূমিকা রেখেছেন।
বিবৃতিতে ডিইউজে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, নিজের দায়িত্ব ও কর্তব্যের প্রতি সৎ থাকার কারণে আলী হাবিব ও স্বপন দত্ত নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তার কাছ থেকে পুরস্কৃত হবেন। নেতৃদ্বয় দুই পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) নিজ কর্মস্থলে অসুস্থবোধ করলে আলী হাবিবকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে লাইফে সাপোর্টে রাখেন। রাত পৌনে আটটার দিকে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, মা, এক ভাই, দুই বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (১৯ মার্চ) বাদ জোহর ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাদার কবরের পাশে সমাহিত করা হয়।
এদিকে রোববার (১৬ মার্চ) সিনিয়র সাংবাদিক সবশেষ বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) থেকে অবসর নেয়া স্বপন দত্ত চিরবিদায় নেন। আগের দিন শনিবার (১৫ মার্চ) রাত ৮টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন রবিবার বেলা ১২টায় রাজধানীর লালবাগ শ্মশানে তাঁর দাহ করা হয়।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
May 2025
2027
2026
2025
2024
2023
Jan
Feb
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31