ডার্ক মোড
Wednesday, 14 May 2025
ePaper   
Logo
আন্তঃনগর ট্রেনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে রেল অবরোধের ঘোষণা

আন্তঃনগর ট্রেনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে রেল অবরোধের ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে চারটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে পরপর দুই দিন রেল অবরোধ কর্মসূচি পালন করবে জেলাবাসী।

বুধবার (১৪ মে) ও পরদিন বৃহস্পতিবার  (১৫ মে) এ রেল অবরোধ কর্মসূচি পালিত হবে। ঢাকার চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ও সুশাসনের জন্য নাগরিক-সুজন আলাদাভাবে এ কর্মসূচি ঘোষণা করেছে। 

মঙ্গলবার (১৩ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সুজন নেতারা তাদের বুধবারের কর্মসূচি ঘোষণা করেন। অন্যদিকে, ঢাকার চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির আয়োজনে বৃহস্পতিবারের রেল অবরোধ কর্মসূচির কথা নিশ্চিত করেছেন, সংগঠনটির সাধারণ
সম্পাদক অ্যাড. দেলওয়ার হোসেন। 
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম দিন বুধবার সকাল ১০টায় রেল স্টেশনে দেড় ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হবে। এ সময় স্টেশনে মানববন্ধন কর্মসূচিও পালিত হবে। পরদিন বৃহস্পতিবারও দুই ঘণ্টা রেল অবরোধ কর্মসূচি পালিত হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী চারটি আন্তঃনগর ট্রেন ধূমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতি
এক্সপ্রেস চলাচল করে। অথচ সুযোগ থাকা সত্ত্বেও এই ট্রেনগুলো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একমাত্র ট্রেন হিসেবে চলাচল করে বনলতা এক্সপ্রেস। রেল
কর্তৃপক্ষের উদাসীনতা ও আঞ্চলিক বৈষম্য মনোভাবের কারণে চাঁপাইনবাবগঞ্জবাসী রেল যোগাযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম এর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন ট্রেন আন্দোলনের উদ্যোক্তা ও সুশাসনের জন্য নাগরিক-সুজন চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন
জুয়েল। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে সব আন্তঃনগর ট্রেন চালু হওয়া জেলাবাসীর প্রাণের দাবি। এ দাবি আদায়ে শান্তিপূর্ণ অবরোধসহ লাগাতার কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চলবে।
এছাড়া, জেলাবাসীর প্রাণের ৮ দফা দাবি বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খাঁন সিনহা।এসময় উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক ও সুজন পৌরকমিটির সহ সভাপতি শহিদুল ইসলাম, সুজনের জেলা সহসভাপতিঃ মোঃ মাসিদুর রহমান, সুজনের জেলা প্রচার সম্পাদক মুনিরুল ইসলাম মুনির, জেলা সহ প্রচার সম্পাদক নাসিরুল ইসলাম,
সুজনের সদর উপজেলা সভাপতি নুরে আলম সিদ্দিকী আসাদ, সাধারণ সম্পাদক জারিফ হোসেন, সুজন পৌরসভার সভাপতি মোঃ জমশেদ আলী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল
ওয়াহাব, যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম হোসেন প্রমুখ।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন