
২৮মে’র মধ্যে বেতন, উৎসব ভাতা পরিশোধ ও ঈদের ছুটি ৬ দিন নির্ধারণের দাবি ডিইউজে’র
নিজ্বস প্রতিবেদক
আগামী ২৮মে’র মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক—শ্রমিক—কর্মচারীদের বেতন (বকেয়া বেতনসহ) ও উৎসব ভাতা পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক
ইউনিয়ন (ডিইউজে)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার ডিইউজের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এ আহ্বান জানান।
এছাড়া পরিবার—পরিজনের সাথে ঈদ উদযাপন আনন্দময় করতে এবারের ঈদের ছুটি ছয় দিন নির্ধারণেরও দাবি জানান নেতৃবৃন্দ।
বিবৃতিতে তারা বলেন, ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক—কর্মচারীদের বেতন ভাতা ও উৎসব ভাতা অবশ্যই পরিশোধ করতে হবে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ঈদের মতো আনন্দদায়ক একটি উৎসব উদযাপন করতে মালিকপক্ষ নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের ন্যায্য পাওনা পরিশোধ করবেন।
বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, কয়েকটি সংবাদমাধ্যমে কর্মরতদের বছরের পর বছর উৎসব ভাতা দেয়া হয় না। যা অত্যন্ত অযৌক্তিক ও অমানবিক।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন বেতন বকেয়া রাখা সাংবাদিক—শ্রমিক শোষণের নামান্তর। তাই যেসব সংবাদপত্র, টিভি চ্যানেল এবং অনলাইন সংবাদ মাধ্যমে বকেয়া বেতন রয়েছে, অবিলম্বে তা পরিশোধ করতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ এসব বিষয় পর্যালোচনাপূর্বক দায়ীদের বিরুদ্ধে তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়কে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।