ডার্ক মোড
Wednesday, 08 January 2025
ePaper   
Logo
১হাজার ৫শ’২০হেক্টর জমিতে পটুয়াখালীতে বোর ধানের আবাদ

১হাজার ৫শ’২০হেক্টর জমিতে পটুয়াখালীতে বোর ধানের আবাদ

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে অধিকাংশ জমিতে কৃষকেরা বোরো ধান চাষ করেছেন। বর্তমানে চাষিরা বোর ধান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। গতবছর বোর ধানের বম্পার ফলন এবং বাজারে ধানের দাম বেশি থাকায় এবার বোরো ধানের চাষ বা বাড়িয়েছেন কৃষকরা। তাই বোরো ধান পরিচর্যায় আগেভাগে মাঠে নেমেছেন কৃষকরা। তাদের প্রধান আবাদি ফসল নানা জাতের বোরো ধান চারা কৃষকরা পরিচর্যা করছেন। উপজেলার প্রতিটি গ্রামের মাঠেই এ ধানের আবাদ করা হয়।

দশমিনা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার সাত ইউনিয়নের গ্রামগঞ্জে চলতি বছর ১হাজার ৫শ’২০হেক্টর জমিতে বোর ধানের আবাদ হয়েছে যা গত বছরের তুলনায় ৬শ’ ২০হেক্টর বেশি। বোরো ধান চাষে উপজেলা কৃষি কর্মকর্তাগণ সব রকমের সহযোগিতা করে যাচ্ছেন। তাছাড়া ভালো ফলন পেলে ও ধানের বর্তমান বাজার মূল্য ঠিক থাকলে সকল খরচ বাদ দিয়ে পরিবারের চাহিদা পূরণ করতে পারবেন কৃষক।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পৌষ মাসে জমি প্রস্তুত আবার কেউ বীজ তলা থেকে চারা তুলছেন কেই আবার মাঘ মাসের শীতের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে চারা রোপন করছেন চাষিরা। কৃষকদের মধ্যে বিভিন্ন গল্প, গান আর হাসি ঠাট্টার মধ্য দিয়ে চলছে রোপণকৃত জমির ধানের পরিচর্যার কাজ। এ যেন বিস্তীর্ণ মাঠ জুড়ে কৃষকদের এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে।

উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিন দাস পাড়া গ্রামের মজিদ হাওলাদার জানান, রাতদিন পরিশ্রম করে আবাদ করি। চারা রোপণের পর থেকে নিয়মিত পরিচর্যাও করতে হয়। তেল-সার ও ঔষুধের দাম বৃদ্ধিতে খরচও বেশি হচ্ছে। দাম ভালো বেশি হলে সকল খরচ বাদ দিয়ে লাভ হবে। তিনি আরও বলেন,গতবছর ধানের দাম ভাল থাকায় এ বছরও বোরো ধানের ভাল দামের আশায় বোরো ধানের চাষ করছি। এখন ধানের জমিতে ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছি। ধানের আগাছা দমন বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ ও ফলন বৃদ্ধির জন্য আগাছা অপসারন সার বপন ও কীটনাশক ব্যবহার করছি।

উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বøকের কৃষক নেছার উদ্দিন, নুর জামাল, বজলু গাজী ও নাসির হোসেন বলেন, উপজেলা কৃষি অফিস থেকে ২৫জন কৃষক সংঘবদ্ধ হয়ে সমালয় পদ্ধতিতে বোরো ধান আবাদের প্রশিক্ষন গ্রহন করে ৫০একর জমিতে বোর ধানের আবাদ করেছি।

উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বøকের কৃষক বজলু গাজী বলেন, মেশিন দিয়ে জমিতে ধান রোপন করতে অনেক সাশ্রয় আর সময়ও কম লেগেছে। এরকম মেশিন আছে তা জানলে কৃষি কাজ আরও সহজ ও লাভ জনক হতো।

এবিষয়ে দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহম্মেদ বলেন, বোরো ধান চাষে কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে বিনা মূল্যে ব্রি-৭৪, ব্রি-৬৭ ও বীনা-১০ সহ স্থানীয় জাতের ধান রোপন করেছেন চাষিরা। তবে কৃষি অফিস থেকে বীজ এবং সার বিতরন করা হয়েছে। কিন্তু গতবছরের তুলনায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে বোরো ধানের আবাদ করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন