গোপালগঞ্জে বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কৃষি সম্মেলন অনুষ্ঠিত
গোলাম রব্বানী, গোপালগঞ্জ
গোপালগঞ্জে বর্তমান ও ভবিষ্যৎ এ নিয়ে কৃষি সম্মেলন অনুষ্ঠিত। প্রায় দুই শতাধিক কৃষক ও কৃষক প্রতিনিধিদের নিয়ে জেলা কৃষি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়।
৮ জানুয়ারি বুধবার সকাল দশটায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবির।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। সম্মেলনে কৃষির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে উপস্থাপন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আ. কাদের।
আলোচনায় উঠে আসে কৃষিতে সব ধরনের প্রতিবন্ধকতা পেরিয়ে কৃষি খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার নানান দিক। কৃষিকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন কৃষি সংশ্লিষ্টরা। এ সময় জেলার সব দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।