মধ্যরাতে কনকনে শীতে ভারসাম্যহীন, প্রতিবন্ধী, অসহায় মানুষের পাশে "উসসাস" এর সদস্যরা
বরগুনা প্রতিনিধি
দক্ষিনাঞ্চলের উপকূলীয় জেলা বরগুনায় তীব্র শীতে সীমাহীন কষ্টে পড়া রাস্তায় রাস্তায় জীবন কাটানো পাগল, ভারসাম্যহীন, প্রতিবন্ধী, গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা (উসসাস)।
বুধবার (০৮ জানুয়ারি) মধ্যে রাতে ঘন কুয়াশা ও কনকনে শীত উপেক্ষা করে শীতবস্ত্র নিয়ে টাউনহল, চরকলোনী, তালতলা, থানাপাড়া, উকিল পট্টি, বাসস্ট্যান্ড, পৌর মার্কেট এলাকা সহ শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে প্রতিবন্ধী, অসহায় ও ভারসাম্যহীন শীতার্ত মানুষককে খুঁজে খুঁজে বের করে কম্বল জড়িয়ে উষ্ণতা ছড়িয়ে দেয় উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা (উসসাস) এর প্রধান নির্বাহী মোঃ অলিউল্লাহ্ ইমরান সহ অন্যান্য সেচ্ছাসেবী সদস্যরা।
দেখাযায়, গত কয়েকদিন ধরে মধ্যরাতে বরগুনার বিভিন্ন এলাকায় পাগল, ভারসাম্যহীন, গরীব, অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল মানুষের উষ্ণতা দিতে কম্বল নিয়ে জবুথবু শীতার্ত মানুষের ধারে ধারে হাজির হয়ে গায়ে কম্বল জড়িয়ে দেন "উসসাস" এর সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সহসভাপতি মোঃ ইয়াকুব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার, অর্থ সম্পাদক মোঃ হাফিজ আল আসাদ নোমান, সেচ্ছাসেবী সদস্য মনি আক্তার, ইমরান হোসেন সহ প্রমুখ।
গভীর রাতে চরকলোনী এলাকায় হাটতে হাটতে দেখাযায় ভারসাম্যহীন এক নারী শীতে একটি কাপড় গায়ে কাঁপতে ছিল। হঠাৎ উসসাস এর সেচ্ছাসেবী সদস্যদের চোখে পড়লে তাকে কম্বল জড়িয়ে দিলে তিনি অনেকটা উষ্ণতা অনুভব করে তাকিয়ে থাকেন। তালতলা এলাকায় দোকানের টুলে শুয়ে থাকা একজনকে কম্বল জড়িয়ে দিলে উষ্ণতা পেয়ে তৃপ্তির হাসি হেসে ভারসাম্যহীন নারী "উসসাস" এর সদস্যদের মাথায় হাত বুলিয়ে দেয়। এভাবে কম্বল পেয়ে অনেক অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষগুলোর মুখে ফুটেছে প্রাপ্তির হাসি।
উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা (উসসাস) এর প্রধান নির্বাহী অলিউল্লাহ্ ইমরান বলেন, সবসময়ই আমি মানুষের কষ্ট দেখলে দৌড়ে গিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এখন তীব্র শীত উপেক্ষা করছে অসহায় হতদরিদ্র ও পথঘাটে পরে থাকা অনেক ভারসাম্যহীন, পাগল মানুষগুলো কষ্টে দিন কাটাচ্ছে! আমরা সদস্যরা মিলে "উসসাস" এর আয়োজনে বিভিন্ন মাধ্যমে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করি এইসব মানুষের পাশে থাকার। তবে সামাজিক সকল ধরনের কর্মকাণ্ডে জরাতে পারাটা আমার এক ধরনের নেশায় পরিনত হয়ে যাচ্ছে। তবে এ-সব কর্মকাণ্ডে মানুষের পাশে এগিয়ে আসতে আমার ব্যাক্তিগত ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন পরিচিত ব্যক্তিবর্গদের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে প্রতিনিয়ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।