ডার্ক মোড
Saturday, 21 December 2024
ePaper   
Logo
হজ্বের বাকি টাকা ১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে

হজ্বের বাকি টাকা ১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

আগামী বছর হজে যেতে যারা চূড়ান্ত নিবন্ধন করেছেন তাদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে হজ প্যাকেজের বাকি টাকা জমা দিতে হবে। সরকারি মাধ্যমের হজযাত্রীদের সোনালী ব্যাংকে এবং বেসরকারি মাধ্যমের হজযাত্রীদেরকে সংশ্লিষ্ট এজেন্সির ব্যাংক হিসাবে এ টাকা জমা দিতে হবে।

বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

২০২৫ সালের হজে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধনকারী হজযাত্রীদের উদ্দেশে পত্রে বলা হয়েছে, সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারির মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের জন্য মিনায় তাঁবু গ্রহণ, মোয়াল্লেম গ্রহণ, বাড়ি বা হোটেল ভাড়া এবং পরিবহনসহ সেবা সংক্রান্ত সব চুক্তি সম্পন্ন করতে হবে। এজন্য আগামী ১৫ জানুয়ারির মধ্যে হজ প্যাকেজের বাকি টাকা জমা দিতে হবে।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে নির্ধারিত তারিখের মধ্যে আবশ্যিকভাবে প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হজযাত্রীদের অনুরোধ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন