ডার্ক মোড
Monday, 31 March 2025
ePaper   
Logo
ঈদ যাত্রা  নির্বিঘ্ন করতে মহাসড়কের সিসি ক্যামেরা

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের সিসি ক্যামেরা

  • দূরপাল্লার সড়কে নিরাপত্তায় থাকছে সিসি ক্যমেরা
  • পুলিশের হাতে ১৪৪৩ ডাকাতের তালিকা, চলছে অভিযান
  • জিপিএস ট্রাকার ও গুগল ম্যাপে হচ্ছে ডিউটি মনিটরিং
  • থাকছে হাজারের বেশি চেকপোস্ট এবং টহল টিম
  • প্রতি লঞ্চে থাকছেন চারজন আনসার সদস্য
  • জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আনসারের এজিবি সদস্য

ঈদ ঘিরে যাত্রাপথের দুর্ভোগের চিত্র চিরচেনা। প্রতি বছরই ভোগান্তি পোহাতে হয় ঈদে ঘরমুখো মানুষকে। সারাদেশের সড়ক-মহাসড়কের বেশিরভাগ অবস্থা ভালো হলেও ঈদযাত্রীদের দুশ্চিন্তা থাকে পথের দুর্ভোগ নিয়ে। কোথাও কোথাও দ্বিগুণ বা তারও বেশি সময়ে গন্তব্যে পৌঁছাতে হয় নাড়ির টানে বাড়ি ফেরা মানুষদের। আসন্ন ঈদুল ফিতরেও কোনো কোনো সড়ক-মহাসড়কে দীর্ঘ হতে পারে যানজট। এ নিয়ে সারাদেশে প্রস্তুতিও নিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। সড়কপথে চিহ্নিত করা হয়েছে গুরুত্বপূর্ণ অনেক স্পট।তবে ঈদযাত্রায় দীর্ঘ যানজটের সঙ্গে এবার নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে সড়ক-মহাসড়কে চুরি-ডাকাতি-ছিনতাই। বিশেষত রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সারাদেশে বিভিন্ন সড়ক-মহাসড়কে চুরি-ডাকাতি-ছিনতাইয়ের মহোৎসব চলছে। এরই মধ্যে এ ধরনের বেশ কিছু রোমহর্ষক ঘটনা সাধারণ মানুষের নজরে এসেছে, যা তাদের এবারের ঈদযাত্রায় শঙ্কিত করে তুলছে। ঈদে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষেরা অনেকেই যাত্রাপথের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।

দেশে ৩ হাজার ৯৯১ কিলোমিটার দূরপাল্লার সড়ক রয়েছে। এসব পথে ঈদযাত্রা ভোগান্তিমুক্ত ও নিরাপদ করতে সড়কের বিশেষ সশরীরে আইনশৃঙ্খলা বাহিনী টহলের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারির জন্য স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। এছাড়া হাজারের বেশি চেকপোস্ট এবং টহল টিম সার্বক্ষণিক মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।- হাইওয়ে পুলিশের তথ্য

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, দেশে ৩ হাজার ৯৯১ কিলোমিটার দূরপাল্লার সড়ক রয়েছে। এসব পথে ঈদযাত্রা ভোগান্তিমুক্ত ও নিরাপদ করতে সড়কের বিশেষ স্থানগুলোতে সশরীরে আইনশৃঙ্খলা বাহিনী টহলের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারির জন্য স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। এছাড়া হাজারের বেশি চেকপোস্ট এবং টহল টিম সার্বক্ষণিক মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।

তথ্য অনুযায়ী, এ বছর ঈদ ঘিরে এক হাজার ৪৪৩ জন ডাকাতের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তার ভিত্তিতে অভিযান চলছে বলেও জানা গেছে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন