ডার্ক মোড
Tuesday, 06 May 2025
ePaper   
Logo
স্বাস্থ্য খাতে বাস্তবায়নযোগ্য সংস্কার সুপারিশ দ্রুত কার্যকরের নির্দেশ ড. ইউনূসের

স্বাস্থ্য খাতে বাস্তবায়নযোগ্য সংস্কার সুপারিশ দ্রুত কার্যকরের নির্দেশ ড. ইউনূসের

স্টাফ রিপৌর্টার

দেশের স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, যে সুপারিশগুলো এখনই বাস্তবায়নযোগ্য, তা দ্রুত কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগ নিতে হবে।সোমবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণের সময় এ কথা বলেন তিনি।প্রফেসর ইউনূস বলেন, ‘স্বাস্থ্য খাতের সমস্যাগুলো দীর্ঘদিনের। যদি এই উদ্যোগের মাধ্যমে আমরা সমস্যা সমাধান করতে পারি, তবে এটি হবে একটি বড় অর্জন।’

তিনি স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনকে এই দিক থেকে একটি ‘গেম-চেঞ্জার’ হিসেবে বর্ণনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, এখন যেসব সুপারিশ বাস্তবায়নযোগ্য, তা নিয়ে সংশ্লিষ্টদের অবিলম্বে কাজ শুরু করতে হবে।চিকিৎসক সংকটের বিষয়ে তিনি বলেন, ‘একটি বড় সমস্যা হলো, চিকিৎসকের অভাব। আবার কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসক থাকলেও তারা সেখানে নেই, যেখানে তাদের প্রয়োজন। এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে।’চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘এটি ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয়। আমাদের নিশ্চিত করতে হবে, চিকিৎসকরা যেন তাদের কর্মস্থলে অবস্থান করেন।’১২ সদস্যবিশিষ্ট স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান অনুষ্ঠানে সূচনাপর্বে বক্তব্য দেন। কমিশনের সদস্য অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন প্রতিবেদন উন্মোচন করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন, কমিশনের সদস্য ডা. আবু মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ডা. লিয়াকত আলী, অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, অধ্যাপক ডা. সায়েরা আখতার, এম এম রেজা, ডা. আজহারুল ইসলাম, ডা. আহমেদ আহসানুর রহমান এবং ওমায়ের আফিফ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন