
সুনামগঞ্জ দোয়ারাবাজারে চকবাজার-রাবারড্যাম রাস্তা সংস্কারের অভাবে চলাচলে দুর্ভোগ
মোঃ এমরান হোসেন, সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়ক চকবাজার-রাবারড্যাম রাস্তাটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে
এলাকাবাসীকে। বিশেষ করে বর্ষাকালে তাদের দুর্ভোগ চরমে পৌছায়।দোয়ারাবাজার উপজেলার সদরের সঙ্গে লক্ষ্মীপুর ইউনিয়নের একমাত্র সংযোগ সড়কটি বর্তমানে বেহাল দশায় পৌঁছেছে।
সড়কের ইট-সলিং ও ব্লক ধসে পড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, ফলে যান চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। সড়কটি শিক্ষার্থী, বাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটির
বেশ কিছু অংশ ভেঙে যাওয়ায় চলাচলের অনুপোযোগী হয়ে গেছে। ফলে ওই রাস্তা দিয়ে চলাচল করতে যেয়ে প্রায়ই দুঘর্টনার শিকার হচ্ছেন যাত্রীরা।প্রতিদিনই স্কুলগামী ছাত্র-ছাত্রী, অসুস্থ
রোগীসহ সাধারণ মানুষের চলাচলের খুব কষ্ট করতে হচ্ছে। । বৃষ্টির পরে এসব খানাখন্দে পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়। ঝুঁকি নিয়েই চলাচল করে ব্যাটারিচালিত অটোরিক্সা-ভ্যান,
সিএনজিচালিত অটোরিক্সা, ট্রাকসহ বিভিন্ন যানবাহন রাস্তাটি খানাখন্দের সৃষ্টি হওয়ার ফলে ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসী চরম দুর্ভোগে রয়েছেন। স্থানীয়রা বলছেন, রাস্তায় অবস্থা এত খারাপ। প্রতিদিনই কোনো না কোনো গাড়ি গর্তে আটকে যায়। তখন যানজট হয়। রাস্তা বন্ধ হয়ে যায়। চালকরা যাত্রীদের নামিয়ে দিতে হয়। এতে দুর্ভোগে পড়তে হয় যাত্রীরা। বিশেষ করে অসুস্থ রোগীদের নিয়ে দুর্ভোগে বেশি পড়তে হয়।স্থানীয় বাসীন্দারা আরও বলেন বলেন, সড়কটির এমন অবস্থা, কোনো লোক অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাব সেটিও এখন দুষ্কর। ভাঙা সড়কে ঝাঁকুনি খেয়ে রোগীরা আরো অসুস্থ হয়ে পড়েন।
এছাড়া সড়কে বড় বড় গর্ত থাকায় অ্যাম্বুলেন্স আসতে চায় না। সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সংশ্লিষ্টদের কাছে দাবি জানাই, যেন দ্রুত সড়কটি সংস্কার করা হয়।
লক্ষীপুর ইউপি সদস্য আহসান হাবিব বলেন, চকবাজার-রাবারড্যাম রাস্তাটি আমাদের ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ রাস্তা। বর্তমানে রাস্তার বেশির ভাগ স্থানেই ইট না থাকায় বড় বড়
গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে বিদ্যালয়ে আসা শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কতৃপক্ষের কাছে আমার দাবি রাস্তাটি দ্রুত পাকাকরন করা হউক এতে আমদের
এই এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হবে। দোয়ারাবাজার উপজেলারে এলজিইডি প্রকৌশলী আব্দুল হামিদ বলেন, ইতোমধ্যে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় চকবাজার-রাবারড্যাম রাস্তাটি সাময়িক সংস্কার কাজের জন্যদুই লক্ষ টাকা দিয়েছেন।যার ফলে রাস্তার খানাকন্দ ভরাট করে সাময়িকভাবে চলাচলের উপযোগী করতে পারব।আর চকবাজার-রাবারড্যাম রাস্তার পূর্ণাঙ্গ সংস্কারের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।আশা করছি খুব দ্রুত এই রাস্তার কাজ শুরু করতে পারব।