ডার্ক মোড
Wednesday, 16 July 2025
ePaper   
Logo
'পা হারানো মিঠুনের পাশে দাঁড়ালেন ইউএনও, বাসায় পৌঁছে দিলেন ট্রাইসাইকেল'

'পা হারানো মিঠুনের পাশে দাঁড়ালেন ইউএনও, বাসায় পৌঁছে দিলেন ট্রাইসাইকেল'

 
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ)
 
নওগাঁর পত্নীতলা উপজেলার মধইল উত্তর পাড়া গ্রামের দুর্ঘটনায় পা হারানো যুবক মিঠুনের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীমুজ্জামান মিলন। মানবিক উদ্যোগ হিসেবে মিঠুনের চলাচলের কষ্ট লাঘব করতে তাঁর বাড়িতে গিয়ে একটি ট্রাইসাইকেল উপহার দেন তিনি।
 
মিঠুন পেশায় দীর্ঘদিন যাবত বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। এক মাস আগে বাস দুর্ঘটনায় তাঁর এক পা সম্পূর্ণ কেটে ফেলতে হয়। এরপর থেকেই বউ ও দুই সন্তান নিয়ে চরম কষ্টে চলাচল করতেন মিঠুন। স্থানীয়দের মাধ্যমে ইউএনও’র দৃষ্টিগোচর হলে তিনি সরেজমিনে গিয়ে মিঠুর খোঁজখবর নেন।
 
পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি হুইলচেয়ার নয়, বরং মিঠুর চলাচলে আরও সুবিধাজনক একটি বিশেষভাবে তৈরি ট্রাইসাইকেল বাসায় পৌঁছে দেন ইউএনও।
 
মিঠু ট্রাইসাইকেল পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, 'আমি কখনওই ভাবিনি ইউএনও স্যার নিজে আমার বাসায় এসে আমার খোঁজ খবর নিবেন। এই সাইকেলটা এখন আমার পা। ইউএনও স্যারকে আল্লাহ যেন ভালো রাখেন।'
 
এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, আকবরপুর ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম।
 
পত্নীতলা ইউএনও আলীমুজ্জামান মিলন বলেন, 'মিঠুর মতো অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তার পরিবারের জন্য সরকারিভাবে কিছু আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করছি আমরা। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানরাও এগিয়ে আসলে আমাদের সমাজ আরও মানবিক হবে।'

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন