ডার্ক মোড
Saturday, 24 May 2025
ePaper   
Logo
শ্যামনগরে ভূয়া ম্যাজিষ্ট্রেট পুলিশ ও সাংবাদিক গ্রেপ্তার

শ্যামনগরে ভূয়া ম্যাজিষ্ট্রেট পুলিশ ও সাংবাদিক গ্রেপ্তার

 

সাতক্ষীরা প্রতিনিধি 

সাতক্ষীরার শ্যামনগরে দোকানে চাঁদাবাজিকালে হাতে নাতে একজন ভূয়া ম্যাজিষ্ট্রেট, একজন ভূয়া পুলিশ ও একজন ভূয়া সাংবাদিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। বুধবার (২১ মে) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নূরনগর বাজারে সোনার বাংলা নামীয় বেকারীতে ম্যাজিষ্ট্রেট পরিচয়ে টাকা চাওয়ার সময় সন্দেহ হলে স্থানীয় জনগন তাদের আটক করে।

আটককৃতরা হলেন- ম্যাজিষ্ট্রেট পরিচয়ে কালিগঞ্জ উপজেলার গণপতি গ্রামে শেখ আলীমুদ্দীনের ছেলে আমিরুল ইসলাম (৪২), গাজীপুর জেলার বাসন থানার নগরঘাট গ্রামে আবু সাইদের পুত্র জয় সরদার (৩০) ও ঢাকা উত্তরা এলাকার আবুল খায়েরর ছেলে ফারুক হোসেন (৪৫)।

শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ম্যাজিষ্ট্রেট পরিচয়ে ওই ব্যক্তিরা সোনার বাংলা বেকারীতে ৩হাজার টাকা আদায় করে। এসময় আরো বেশি টাকা দাবি করলে তাদের সন্দেহ হয়। এক পর্যায়ে স্থানীয় জনগন আটক করে থানা পুলিশে সোপর্দ করে। এর আগে ওই তিন ব্যক্তি একই এলাকায় চাঁদাবাজি করেছে বলে অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে তিনি জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন