ডার্ক মোড
Monday, 24 February 2025
ePaper   
Logo
শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২

শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২

শেরপুর প্রতিনিধি

শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও ৬ জন হয়।

শনিবার রাতে শহরের অষ্টমীতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গৌরব ও রনি। দুজনই শহরের কালার ডিজিটাল ল্যাবের কর্মচারী বলে জানা গেছে। ল্যাবের মালিক শুভকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে একটি দ্রুতগতির মাইক্রোবাস শেরপুর শহর থেকে জামালপুরে যাওয়ার পথে অষ্টমীতলা মোড়ে একটি অটোরিকশাকে চাপা দেয়। এ সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশাকে চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই রনি নামের একজনের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গৌরব নামের আরেকজনের মৃত্যু হয়। এ ছাড়া অবস্থা গুরুতর হওয়ায় শুভ নামের একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসের চালকসহ মাইক্রোবাসে থাকা যাত্রীরা পালিয়ে যায়। তবে মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম। বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন