ডার্ক মোড
Wednesday, 08 January 2025
ePaper   
Logo
শেরপুরে  গ্রেপ্তার হয়নি বলৎকার মামলার আসামী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা

শেরপুরে গ্রেপ্তার হয়নি বলৎকার মামলার আসামী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা

খোরশেদ আলম, শেরপুর

শেরপুরের শ্রীবরদীতে গত এক সপ্তাহেও গ্রেপ্তার হয়নি বলৎকার মামলার আসামি ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা মাদ্রাসা শিক্ষক মাওলানা ওসমান বিন মঈন উদ্দিন।

তিনি শ্রীবরদী উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাধারণ সম্পাদক ও আল উসমান কাওমি মাদ্রাসার মুহতামিম।

তার বিরুদ্ধে ছাত্র বলৎকারের অভিযোগে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওসমান বিন মঈন উদ্দিন শ্রীবরদী উপজেলার দিয়ারচর গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে।

জানা গেছে, ওসমান বিন মঈন উদ্দিন একাধিক মাদ্রাসার পরিচালক ও বিভিন্ন এলাকায় ইসলামী জলসায় ওয়াজ মাহফিলও করে থাকেন

পুলিশ ও এলাকাবাসী জানান ২৫ সেপ্টেম্বর বিকালে ওসমান বিন মঈন উদ্দিন তার মাদ্রাসার ছাত্রকে ইলেকট্রিক সুইচ মেরামত করার জন্য টেস্টার নিয়ে তার বাসায় আসতে বলেন।

পরে ওই ছাত্র বাসায় আসলে,সুইচ মেরামত শেষে ঘরের দরজা বন্ধ করে দেয় এবং তাকে জোরপূর্বক বলৎকার করে। করতে থাকে। কামর দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। ছাত্র বাঁধা দিলে ওসমান বিন মঈন উদ্দিন তাকে মারপিট করে।

এ সময় ওই ছাত্রের ডাকচিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে ওসমান বিন মঈন উদ্দিন সটকে পরে । স্থানীয়রা ওই ছাত্রকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযোগ রয়েছে এ ঘটনাকে পুঁজি করে স্থানীয় একটি কুচক্রি মহল ওসমান বিন মঈন উদ্দিনের কাছ থেকে মোটা অংকের একটা গ্রহণ করে তার ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহের পাঁয়তারা করে আসছিল।

পরে ঘটনাটি জানাজানি হয়ে গেলে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে গত ২৯ সেপ্টেম্বর ওই ছাত্রের অভিভাবক বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন।

৩০ সেপ্টেম্বর ওসমান বিন মঈন উদ্দিনকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে স্থানীয়বাসিন্দারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। স্থানীয়দের অভিযোগ ঘটনার এক সপ্তাহেও গ্রেপ্তার হয়নি ওসমান বিন মঈন উদ্দিন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ বলেন এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেফতারের বিষয়ে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন