শিবগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে বসত বাড়ীতে হামলা ও মারপিটের অভিযোগ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জের পল্লীতে পূর্ব শত্রুতার জের ধরে বসত বাড়ীতে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে।
রোববার (১২ জানুয়ারী) সকাল ৯:৩০ ঘটিকায় উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের ধাওয়াগীর গ্রামে ঘটনাটি ঘটে। এ
ঘটনায় ধাওয়াগীর গ্রামের মৃত রেজাউল করিমের স্ত্রী মিনি বেগম (৫২) বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানার অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার মৃত হবিবর রহমানের ছেলে মোঃ আতাউর রহমান (৫৫), আতাউর রহমানের ছেলে মোঃ রজিম (২২), স্ত্রী মোছাঃ ফাতেমা বেগম (৫০), মাফিজার সরকারের স্ত্রী মোছাঃ তাইফুন বেগম (৫৬), লাদু মিয়ার স্ত্রী মোছাঃ রিনা (৪৮), কন্যা মোছাঃ নুসরাত (১৮) সহ অজ্ঞাতনামা ৫/৬ জন ব্যক্তি পূর্ব শত্রুতার জের ধরে হাতে লাঠি-শোটা, লোহার রড, রাম দা, হাসুয়া ইত্যাদি দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হইয়া দলবদ্ধ হইয়া মিনি বেগমের বসত বাড়িতে হামলা চালিয়ে দরজা জানালা ভাংচুর করে এবং মিনি বেগম ও তার ছেলে মশিউর রহমান লিমনকে মারপিট করে তাদের শয়ন কক্ষে প্রবেশ করে স্টীলের বাক্সের ভিতরে থাকা নগদ ১,২৫,০০০/- টাকা এবং ১ ভরী ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এ ব্যাপারে বিবাদী ফাতেমা বেগম (৫০) সব অভিযোগ অস্বীকার করে বলেন আমরা কেউ তাদের বাড়িতে হামলা করিনি। মশিউর রহমান লিমন ও তার দুলাভাই আবু জাফর আমার স্বামী আতাউর রহমান ও ছেলে রাজিম কে মারপিট করে আহত করে। এঘটনায় ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।