সোনাগাজী পৌর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ফেনী প্রতিনিধি
সোনাগাজী পৌর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৩টা সোনাগাজী ঈদগাহ মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাওলানা কালিমুল্লাহ র সভাপতিত্বে ও ৫ নং ওয়ার্ডের সভাপতি আবু আহমেদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য মাও আলউদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য, মাওলানা মুফতি আবদুল হান্নান।
মুফতি হান্নান বলেন, জামায়াত কর্মী আগামী দিনে সমাজ কর্মীর ভুমিকা পালন করবে, মানুষের প্রতিটি প্রয়োজনে মানব সেবায় সেবকের ভুমিকায় থাকবে জামায়াত কর্মী। ক্ষমতায় গিয়ে প্রভুর ভুমিকায় অবর্তীণ হলে জনগন লজ্জাজনক ভাবে ক্ষমতা থেকে বিতাড়িত করে সেটা প্রমান হয়েছে গত ৫ই আগষ্ট। আগামী দিনগুলোতে যারা এই ভুমিকায় অবর্তীণ হবে জনগন তাদেরও প্রত্যাখান করবে।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজীর উপজেলা আমির অধ্যাপক মোস্তফা, ফেনী জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ও জেলা জামায়াতের মজলিশে সুরার সদস্য আ ন ম আবদুর রহিম, ফেনী জেলা জামায়াতের অফিস সম্পাদক ও ফেনী জেলা জামায়াতের মজলিশে সুরার সদস্য অধ্যাপক হাবিবউল্লাহ বাহার,ফেনী সদর উপজেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন, এই সময় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, মাবন সম্পদ বিভাগের সভাপতি, ইন্জিনিয়ার ফখরুদ্দিন, ওলমা বিভাগের সভাপতি মাও মোহাম্মদ হোসাইন। পেশাজীবি পরিষদ এর সভাপতি ডাঃ ইমাম উদ্দিনসহ আরো অনেকে।