ডার্ক মোড
Saturday, 24 May 2025
ePaper   
Logo
লালমনিরহাটে সীমান্তে ভারতের পুশ ইন পুলিশ হেফাজতে আটক ২০ জন আরও  পুশইনের সম্ভাবনা

লালমনিরহাটে সীমান্তে ভারতের পুশ ইন পুলিশ হেফাজতে আটক ২০ জন আরও পুশইনের সম্ভাবনা

 
 
লালমনিরহাট সংবাদদাতা 
 
লালমনিরহাট সীমান্তে ভারতের পুশ ইন। পুলিশ হেফাজতে আটক ২০ জন। আরও পুন ইনের সম্ভাবনা রয়েছে। 
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে গতরাতে পুশ ইন করেছে ভারত। পুশইনের শিকার শিশুসহ ২০ জনকে আটকের পর প্রথমে স্থানীয় বিজিবি ক্যাম্প পরে পাটগ্রাম থানায় রাখা হয়েছে। আটককৃতদের মধ্যে ৭ জন শিশু ও ১১ জন নারী ও ২জন পুরুষ রয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
 
তবে ভারতে বসবাসকারী এসব বাংলাদেশীদের মধ্যে আরও অনেক বাংলাদেশীকে গতকাল বুধবার রাতে উত্তরাঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইন করা হয়েছে বলে স্থানীয় ও পুশইনের শিকার ব্যক্তিরা ধারণা করছেন।
 
আটককৃতরা হলেন, নড়াইলের কালিয়া উপজেলার বুইবাগ গ্রামের মোছাঃ সীমা খাতুন, মোছাঃ আখি, (৪), মোছাঃ আফসানা খাতুন (২৫), মোঃ হামজা ফাসাব (০৬), মোছাঃ চায়না খাতুন (২৩), মোছাঃ মরিয়ম খাতুন (১), মোছাঃ তাইবা খাতুন (১০মাস); একই জেলার দহতলা উপজেলার মোছাঃ রুমা আক্তার (৩৫),  সদর উপজেলার মোছাঃ রিপা খাতুন (৩০), লোহাগাড়া উপজেলার মোছাঃ রাফিজা খাতুন (৩৫), মোঃ মুরাদ শেখ (২৫), মোছাঃ রিতু বেগম (২০), মোছাঃ হাবিবা আক্তার (০৩), মোছাঃ পান্না বেগম (৪৫), মোছাঃ কেয়া আক্তার (২২), মোছাঃ লাবিবা খাতুন  (০২) এবং মোহাম্মদ হোসাইন (১১); খুলনার তেরোখোদা উপজেলার মোছাঃ আফরি খাতুন (৩০), যশোরের মোঃ শাহজাহান শেখ (৪০), মোছাঃ ফারহানা বেগম (৩০)।
 
বিজিবি জানায়, বুধবার ভোরে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন ৬১ বিজিবির তিস্তা-২ ব্যাটেলিয়ন এর অধীনস্থ ধবলসুতি বিওপির দ্বায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮২৬/৬ এস এর বিপরীতে ভারতীয় ৯৮ বিএসএফ এর গোমতি ক্যাম্পের সদস্যরা ১১ জন বাংলাদেশী নাগরিককে পুশইন করালে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রহমতপুর ঘাটিয়ার ভিটা নামক স্থান হতে বিজিবি টহল দল কর্তৃক তাদের কে আটক করা হয়েছে। 
 
অপরদিকে প্রায় একই সময় পাটগ্রাম উপজেলাধীন ৬১ বিজিবির তিস্তা-২ ব্যাটালিয়ন এর অধীনস্থ ঝালংগী বিওপির দ্বায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৪৬/৩ ও ৪ এস এর বিপরীতে ভারতীয় ৯৮ বিএসএফ এর মহানদী ক্যাম্পের সদস্যরা ০৯ জন বাংলাদেশী নাগরিককে পুশইন করালে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝালংগী সরকারের প্রাথমিক বিদ্যালয়ের নামক স্থান হতে বিজিবি টহল দল কর্তৃক তাদের কে আটক করা হয়।
 
বিজিবি জানিয়েছে, আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ব্যক্তিরা গত ২থেকে ৩ বছর আগে  পূর্ব কলোরোয়া যশোর সীমান্ত দিয়ে ভারতে কাজের সন্ধানে প্রবেশ করেছিলেন। আটককৃত ব্যক্তিদের গত এক মাস যাবত ভারতে গুজরাট কারাগারে আটক রাখার পর বুধবার তাদের পুশ ইন করানো হয়। ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। 
 
স্থানীয়রা জানান, সীমান্ত দিয়ে পুশইন হয়ে দেশে ঢোকার পর তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে  হেঁটে পাটগ্রামের দিকে যেতে শুরু করেন। তবে স্থানীয় নতুন বাজারে পৌঁছলে বাজারের লোকজনের সন্দেহ হলে তাদের আটকে পর জিজ্ঞাসাবাদ করলে ভারত থেকে পাঠানো হয়েছে বলে তারা স্বীকার করেন।  আটকৃতদের বরাতে স্থানীয়রা দাবি করেন। ওই সীমান্ত দিয়ে শুধু ২০ জন নয় গতরাতে ২ দফায় অন্তত ৫০ জন বা তারও অধিক ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। যাদের অনেকেই পুলিশ ও বিজিবি চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে।
 
পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা  নেয়া হবে। 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন