
লালমনিরহাটে বিনা ঘুষে চাকুরী পেয়ে পুলিশ লাইনন্সস মাঠে সিজদাহ্ দিয়ে শুকরিয়া আদায় ; পুলিশের কনস্টেবল পদে পরীক্ষার ফল প্রকাশ
মোঃ লাভলু শেখ লালমনিরহাট
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের (ফেব্রুয়ারি ২০২৫) লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স এর গ্রীলসেট'এ আনুষ্ঠানিকভাবে ওই ফল প্রকাশ করেন,লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। এতে ৩০জন পুরুষ ও ৫জন নারীর মধ্যে ১৫জন পুরুষ ও ২জন নারী চাকুরী প্রত্যাশি লিখিত ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন।
অনুষ্ঠানে নির্বাচিত টিআরসি সদস্যদের শুভেচ্ছা ও উৎসাহ প্রদান করা হয়।
এসময় পুলিশ সুপার বক্তব্যে বলেন, যোগ্যতা, নিষ্ঠা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন। তাদের সততা ও কর্তব্যবোধের মাধ্যমে দেশসেবায় আত্মনিয়োগ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ, টিআরসি নিয়োগপ্রাপ্ত সদস্য ও তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। আবেগঘন ও গর্বের মুহূর্ত, যা নতুনদের জীবনে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) শাহাদত হোসেন, নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার সৈয়পুর সার্কেল এ, কে, এম ওহিদুন্নবী,
সহকারী পুলিশ সুপার ডি সার্কেল রংপুর নাহিদ হাসানসহ লালমনিরহাট জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শুধু ১২০ টাকায় পুলিশের চাকুরী পেয়ে আনন্দ ও উচ্ছাস প্রকাশ করেছে। বিনা ঘুষে চাকুরী পেয়ে আবার কেউ কেউ পুলিশ লাইনন্সস মাঠে। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সিজদাহ্ করেছে।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম জানান, শ্রমিক, কৃষকসহ বিভিন্ন পেশার পরিবারের ছেলে- মেয়েরা চাকুরী পেয়েছে। মেধায় যারা চাকুরী পেয়েছে তারা হলেন,
(১ ) মোঃ বাপ্পি ইসলাম,
(২) মোঃ আরিফুজ্জামান নাইম,
(৩) মোঃ ইউসুফ মন্ডল
(৪) মোঃ জাহিদ হাসান
(৫) মোছাঃ মনিজা খাতুন
(৬) মোছাঃ ফারজানা আক্তার কবিতা
(৭) রমা রায়
(৮) মোঃ রাকিবুল হাসান
(৯) মোঃ ইমরান নাজির
(১০) মোঃ আরমান হোসেন
(১১) মোঃ ইমন ইসলাম
(১২) মাসুম বিল্লাহ
(১৩) মোঃ শাহাজালাল হোসেন
(১৪) মোঃ ইউসুব আলী
(১৫) মোঃ মোস্তাফিজুর রহমান মুরাদ
(১৬) মোঃ রাসেল ইসলাম
(১৭) মোঃ শাহাদত হোসেন
মেধা কোটায় যারা (অপেক্ষমান)
(১৮) মোঃ পারভেজ মোশারফ
(১৯) মোঃ আব্দুল্লাহ ইসলাম
(২০) মোঃ নাজমুল হক
মোঃ লাভলু শেখ লালমনিরহাট।
০১৭১০২৬৪৩৭২।