ডার্ক মোড
Tuesday, 24 December 2024
ePaper   
Logo
রৌমারী সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশী যুবক আটক

রৌমারী সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশী যুবক আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

রৌমারী দাঁতভাঙ্গা সীমান্তে রাশেদুল ইসলাম (২৬) নামের এক বাংলাদেশী চোরাকারবারিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী বিএসএফ। শনিবার (১ মে) রাত সাড়ে ৭ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ি সীমান্তে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, রাশেদুল ইসলাম আন্তর্জাতিক সীমান্ত ১০৫৬ পিলারের পাশ দিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধ ভাবে অনুপ্রবেশ করলে ভারতের গুটালু ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়। সে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে বলে জনা যায়।

দঁতাভাঙ্গা ইউপি সদস্য মিজানুর রহমান মিজান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে দাঁতভাঙ্গা বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান বলেন, বিএসএফ’র হাতে বাংলাদেশী যুবক আটকের বিষয় শুনেছি। তবে পতাকা বৈঠকের চেষ্টা চালাচ্ছি।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন