
সেনাবাহিনী বিজিবির যৌথ অভিযান : কুকুর বিড়ালের ঔষধসহ পৌনে দুই কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
সিলেট ব্যুরো
আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধ সহ পৌনে দুই কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে।
সেনাবাহিনীর শান্তিগঞ্জ ক্যাম্পের একটি টিম, বিজিবি সিলেট সেক্টরের ২৮ বর্ডার গার্ড ব্যাটলিয়নের বিজিবির একটি টিম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হায়দারপুর বাজার সংলগ্ন সুনামগঞ্জ-ঢাকাগামী সড়কে কাভার্ড ভ্যান থেকে ঔষধপত্র কসমেটিকস সহ বিভিন্ন চোরাচালানী পণ্য সামগ্রী জব্দ করে বৃহস্পতিবার মধ্যরাত পরবর্তী সময়ে।
শুক্রবার বিকেলে বিজিবি সিলেট সেক্টরের ২৮-বিজিবি সুনামগঞ্জের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে।
বিজিবির মিডিয়া সেল জানায়, বিজিবির নিজস্ব গোয়েন্দা সুত্রে প্রাপ্ত তথ্যের ভিক্তিত্বে সুনামগঞ্জ-ঢাকাগামী সড়কের জগন্নাথপুরের হায়দারপুর এলাকা থেকে সড়কে থাকা একটি কাভার্ড ভ্যানে সেনাবাহিনী –বিজিবি তল্লাশী চালিয়ে ভারত থেকে আমদানি নিষিদ্ধ কুকুর-বিড়ালের বিভিন্ন রোগের প্রতিষেধক ১৪৮৭২ বক্স ঔষধ, ১৮৯৭৭ পিস বিভিন্ন ধরণের কসমেটিকস জব্দ করে।
অভিযানে শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের মেজর আসিফ রানা আনীক, বিজিবি ব্যাটালিয়নের সহকারি পরিচালক কাম ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার রফিকুল ইসলাম সহ সেনা ও বিজিবির সদস্যরা অংশ নেন।
বিজিবি সিলেট সেক্টরের ২৮-বিজিবি সুনামগঞ্জের অধিনায়ক (সিও বিজিবি) লে, কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান,জব্দকৃত কাভার্ড ভ্যান,ঔষধপত্র,কসমেটিকের মুল্য প্রায় পৌনে দুই কোটি টাকা হবে।