
নওগাঁয় এক মাদরাসায় একজনই পরীক্ষার্থী, সেও ফেল
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলার ফটকিয়া বাঁশবাড়িয়া দাখিল মাদরাসা থেকে এবছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় অংশ নেয় মাত্র একজন পরীক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) ফল প্রকাশ হলে দেখা যায়, সেও অকৃতকার্য হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) খোঁজ নিয়ে জানা যায়, ফটকিয়া বাঁশবাড়িয়া দাখিল মাদরাসাটি নন-এমপিওভুক্ত। এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিতে প্রতিষ্ঠান থেকে চারজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল।
এ বিষয়ে মাদরাসাটির সুপার গোলাম মোস্তফা বলেন, দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে মাদরাসাটি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকরা পাঠদানে অমনোযোগী হয়ে পড়েছেন।
আত্রাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মোহাম্মদ আব্দুল্লা আল-মামুন বলেন, ওই মাদরাসার সব শিক্ষার্থী ফেল করায় প্রতিষ্ঠানটির বিষয়ে মাদরাসা শিক্ষা বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন