
ম্যানেজিং কমিটিতে আওয়ামী লীগ প্রার্থীকে নমিনেশন: সুপারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
নীলফামারী সংবাদদাতা
খালিশা খুটামারা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির গঠনে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠান প্রধান (সুপার) আঃ রশিদের বিরুদ্ধে৷৷ অভিযোগে বলা হয়, আব্দুর রশিদের ম্যানেজিং কমিটিতে খুটামারা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেত্রী শাহিনা ইয়াসমিনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন, যা নিয়ে শিক্ষক মহলে অসন্তোষের সৃষ্টি হয়েছে।
প্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষক লতা বেগম অভিযোগ করেন, "২২/১০/২০২৫ তারিখে ম্যানেজিং কমিটির গঠনের প্রক্রিয়ায় সুপার স্বেচ্ছাচারিতার পরিচয় দিয়েছেন। এর আগেও এডহক কমিটিতে শাহিনা ইয়াসমিনের নাম রাখা হয়েছিল। আমরা ইউএনও স্যার বরাবর আবেদন করলে সেই নাম বাদ দেওয়া হয়। অথচ এবার নিয়মিত কমিটিতে আবারো সুপার তার নাম অন্তর্ভুক্ত করেছেন।” তিনি আরও দাবি করেন, 'এটি প্রতিষ্ঠান পরিচালনায় প্রভাব বিস্তারের একটি চক্রান্ত হতে পারে। সুপার তার একক সিদ্ধান্তে ম্যানেজিং কমিটিকে প্রভাবিত করার চেষ্টা করছেন।
অভিযোগের বিষয়ে জানতে ০৯/১০/২০২৫ তারিখে শাহিনা ইয়াসমিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে প্রতিষ্ঠানে পাওয়া যায়নি। এ বিষয়ে সুপার আব্দুর রশিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মন্তব্য দিতে অনীহা প্রকাশ করেন। স্থানীয় সূত্র জানায়, মাদ্রাসার অভ্যন্তরীণ রাজনীতি ও দলীয় প্রভাব ম্যানেজিং কমিটির গঠনে বড় ভূমিকা রাখছে। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তারের ঘটনাকে শিক্ষক, অভিভাবক ও শিক্ষানুরাগীরা উদ্বেগের চোখে দেখছেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্যারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, "প্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠন একটি নির্দিষ্ট নীতিমালার অধীনে হয়। কেউ যদি নিয়ম বহির্ভূতভাবে কাউকে মনোনয়ন দেন, তাহলে যথাযথ তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এ ঘটনায় এলাকায় শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় ম্যানেজিং কমিটি গঠনের দাবি জানিয়েছেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন