ডার্ক মোড
Tuesday, 29 April 2025
ePaper   
Logo
মোরেলগঞ্জে মৎস ঘের থেকে নিখোঁজ ভ্যানচালক হাসানের মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জে মৎস ঘের থেকে নিখোঁজ ভ্যানচালক হাসানের মরদেহ উদ্ধার

 

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ:
বাগেরহাটের মংলা উপজেলার উত্তর মালগাজী গ্রামের ভ্যানচালক মোঃ হাসান শেখ (১৭) নিখোঁজের তিন দিন পর মোরেলগঞ্জের বারইখালী ইউনিয়নের তেতুলবাড়িয়া বাজার সংলগ্ন একটি মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল শুক্রবার , রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে মোঃ হাসান নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। নিখোঁজের সংবাদ বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছিল।

পরে ২৮ এপ্রিল সোমবার সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে স্থানীয়রা বারইখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তাফালবাড়ি গ্রামের মোরেলগঞ্জ-মংলা আঞ্চলিক সড়কের পাশে মামুন মোল্লা ও কবির মোল্লার মালিকানাধীন একটি মৎস্য ঘেরে পানির ওপর ভেসে থাকা অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে পরিচয় নিশ্চিত হওয়া যায় যে, সেটি নিখোঁজ ভ্যানচালক মোঃ হাসানের মরদেহ।

খবর পেয়ে মোরেলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, হাসানের মুখমণ্ডলে টেপ প্যাঁচানো ছিল। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন