ডার্ক মোড
Tuesday, 29 April 2025
ePaper   
Logo
পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের আগুনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের আগুনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

 
 
গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)
 
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের(আর,এন,পি,এল) স্ক্র্যাপ শেডে অগ্নিকাণ্ডের রহস্য উদঘাটন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
 
 বিদ্যুৎ কেন্দ্রে আর,এন,পি,এল'র তত্ববধায়ক প্রকৌশলী আবদুল হালিকে এ কমিটির প্রধান, নির্বাহী প্রকৌশলী শওকত ওসমান এবং ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলাম'র সমন্বয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই কার্য দিবসের মধ্যে এ কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির অপর তত্ত্ববধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন। 
 
গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিদ্যুৎ কেন্দ্রের ২০ একর এরিয়ার স্ক্র্যাপ শেডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুইটি টিম, বিদ্যুৎ কেন্দ্রের দুইটি টিম, নৌ-বাহিনীর একটি টিম ও সেনাবাহিনীর প্রচেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। 
 
পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, অগ্নিকান্ডের ঘটনায় মূল প্লান্টের কোন ক্ষয়ক্ষতি হয়নি। জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন