ডার্ক মোড
Sunday, 06 April 2025
ePaper   
Logo
মাগুরায় সদস্য ফরম বিতরণ নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

মাগুরায় সদস্য ফরম বিতরণ নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

মাগুরা প্রতিনিধি

মাগুরায় বিএনপির সদস্য ফরম বিতরণকে কেন্দ্র করে দলটির দুটি পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন।

শনিবার (৫ এপ্রিল)দুপুরে শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, শনিবার (৫ এপ্রিল) সকালে শালিখা উপজেলার সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধনেশ্বরগাতী ইউনিয়নের ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদ। কার্যক্রম চলমান অবস্থায় সকাল ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং কাজী সালিমুল হক কামাল সমর্থিত দুটি পক্ষের স্থানীয় নেতা ইনজিল লস্কার এবং সবেদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়।

পরে যা নিয়ে উভয় পক্ষের সমর্থকেরা সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের ছোড়া ইটপাটকেল এবং লাঠির আঘাতে ফিরোজ হোসেন, মন্টু মিয়া, আবদুর রাজ্জাক, সেলিমসহ অন্তত ১০ জন আহত হয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, ঘটনাটি নিয়ে এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। কোনো পক্ষই থানায় কোনো লিখিত অভিযোগ করেননি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন