
রাউজান পুলিশের ডিউটি করাতে নিয়ে গিয়ে মামলায় ফাঁসানো হয়
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
পুলিশ ডিউটির নামে তুলে নিয়ে রমজান আলী নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালককে মিথ্যা মামলা দিয়ে ফাসানোর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। গতকাল শনিবার বিকালে রাউজান পৌরসভার জলিল নগরস্থ একটি হলরুমে সংবাদ সম্মেলন এসব কথা বলেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও সিএনজি চালিত অটোরিকশা চালক রমজান আলীর পিতা মো. এসকান্দর । তিনি বলেন, গত বুধবার রাত ১০টায় রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের পরীর দিঘীর পশ্চিম পাশে মানছিপাড়া রোড থেকে কয়েক পুলিশ সদস্য ডিউটির কথা বলে আমার ছেলে সিএনজি চালক রমজান আলীকে তুলে নিয়ে যায়। আমরা পুলিশ ক্যাম্প ও থানায় খবর নিয়ে এবং সম্ভাব্য সব জায়গায় খোজাখুজি করেও সন্ধান না পেয়ে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় রাউজান থানায় লিখিত অভিযোগ দিই। পরে চাঁদগাও থানা থেকে আমার ছেলেকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়। আমার ছেলেকে মিথ্যা মামলায় ফাসানো হয়েছে৷ আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ন্যায় বিচার প্রার্থনা করছি। পুলিশ হেফাজতে সিএনজি চালিত অটোরিকশা চালক রমজান আলীকে নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন তিনি। তিনি রাউজান পুলিশ ও চান্দগাঁও থানা পুলিশের যোগসাজশে অপরাধ তুলে ধরে বলেন, আমার ছেলেকে আটক করা হয় রাউজান থেকে। মামলা দেওয়া হয় চান্দগাঁও থানা থেকে। পুলিশ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে, আমরা নিরহ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবো। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রমজান আলীর মা খোরশি আকতার, দাদা আবু তাহের, চাচি কুসুম আকতার, মেঝ চাচি রনি আকতার, চাচা ও সিএনজি চালিত অটোরিকশা মালিক দৃষ্টি প্রতিবন্ধী মো. জাহাঙ্গীর, এবং রমজানের ছোটভাই কোরবান আলী। সিএনজি চালিত অটোরিকশা চালক রমজান আলী রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কদলপুর গ্রামের জাফর চৌধুরী বাড়ির মো. এসকান্দরের ছেলে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন