
পিরোজপুরে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে দুর্নীতি ও লুটপাট, চাঁদাবাজ, সন্ত্রাস, ছিনতাই ও মাদক ব্যাবসায়ীদের বিচার এবং পরিবেশ রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকালে শহরের ক্লাব সড়কে সুশাসন সুরক্ষা পরিষদ পিরোজপুর এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এলাকার কয়েক শ মানুষ ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে যোগ দেয়। সংগঠনের আহবায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী মেজর (অবঃ) ব্যারিষ্টার এম সরোয়ার হোসেন, মেজর (অবঃ) ব্যরিস্টার এম সরোয়ার হোসেন বলেন, ২০০৯-২০২৪ সাল (১৫বছর) পিরোজপুর শহর তথা জেলার দুর্নীতি ও লুটপাট, চাঁদাবাজ, সন্ত্রাস, ছিনতাই ও মাদক ব্যাবসায়ীদের বিচার এবং পরিবেশ রক্ষার দাবীতে এ কর্মসূচি এবং এলাকাবাসীর সামনে সাংবাদিকদের কাছে তা প্রকাশ করেন। এবং সাপ্লাই পানির নামে প্রতারণা করে আসছিল ও মশার উপদ্রবে অতিষ্ঠসহ মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান তিনি। বক্তারা বলেন, এদের দৌরাত্ম্য প্রশাসন বারবার এ এলাকায় অভিযান চালালেও এলাকার মানুষ মাদক কারবারি ও সন্ত্রাসীদের অত্যাচার থেকে রক্ষা পাচ্ছে না। তাই এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ এদের বিরুদ্ধে মাঠে নেমেছে। তারা এলাকার মাদক কারবারি, সন্ত্রাসী ও ছিনতাইকারীদের হাত থেকে রেহাই পেতে প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
এসময় সুশাসন সুরক্ষা পরিষদ-এর সদস্য সচিব ও জেলা যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক সরদার রিয়াদ নুর পরশ ও জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাদুর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুজন-এর জেলা কমিটির সভাপতি সিনিয়ির সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক প্রফেসর শাহ-আলম, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল হক রিয়াজ, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট দেলোয়ার হোসেন মাহাবুব, শিক্ষক রেজাউল করিম, জিয়া মঞ্চ জেলা শাখার সাধারণ সম্পাদক রাহিম শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রহমান হায়দার ও সহ শতাধিক ব্যাক্তি উপস্থিত ছিলেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন