ডার্ক মোড
Friday, 22 November 2024
ePaper   
Logo
মফস্বল সম্পাদক পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

মফস্বল সম্পাদক পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিষ্ট সরকার থাকাকালীন সময়ে মফস্বল সম্পাদক মন্ডলী, সংবাদপত্রের বস্তুনিষ্ঠ ও স্বাধীন সংবাদ প্রচারের বাধা-বিঘেœর নানা বিষয় এবং বর্তমান সময়ে স্বাধীন দেশে সংবাদ পত্র ও সম্পাদক মন্ডলদের জন্য করণীয় বিষয় নিয়ে মফস্বল সম্পাদক পরিষদের সভাপতি জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন যে, এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সারাদেশে আমরা প্রচুর সাড়া পেয়েছি। সারা বাংলাদেশের প্রতিটি জেলার সম্পাদক ও পত্রিকাগুলো স্বতস্ফুর্ত ভাবে আমাদের সাথে যোগাযোগ করেছেন।

তিনি আরো বলেন, আজকের আলোচনা সভায় বিভিন্ন জেলার সম্পাদক মন্ডলী অংশগ্রহন করেছেন। ঢাকা থেকে মফস্বল সম্পাদক পরিষদ বর্তমানে প্রাথমিক ভাবে কিছু কিছু জেলায় সমন্বয়ক নির্বাচিত করা হয়েছে। তবে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের প্রতিটি জেলার জন্য সমন্বয়ক নির্বাচিত করা হবে।

এই পরিষদ মফস্বল সম্পাদকদের যাবতীয় সমস্যার বিষয় নিয়ে কাজ করবেন। সম্পাদকদের কিছু কিছু দাবী নিয়ে তথ্য উপদেষ্টার কাছে উপস্থাপন করবেন এবং মানববন্ধন করবেন বলে ও পদক্ষেপ গ্রহণ করা হয়। বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিগত ১৭ বছর যাবৎ যে সব সংবাদপত্র ও সম্পাদকগন অবহেলিত হয়ে আসছেন, তাদের সব প্রত্যাশা পূরণ হবে বলে জানিয়েছেন।

আজ রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, কিশোরগঞ্জ ও নোয়াখালীসহ সারা দেশের বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন সবাই তাদের সমস্যার কথা বলেছেন। এসব সমস্যা সমাধানের জন্য দ্রæত ব্যবস্থা নিবেন। সবশেষে তিনি তার বক্তব্য এই পরিষদের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।

৯ নভেম্বর, ২০২৪ইংরেজী (শনিবার), সকাল ১১:০০টায়, ৫৮/১/এ পুরানা পল্টন, মফস্বল সম্পাদক পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া দৈনিক রাজশাহী আলোর সম্পাদক ও প্রকাশক জনাব মোঃ আজিবার রহমান এই সভায় বিগত ১৪ বছরের তার প্রকশনার কাজের নানা দূর্দশা, কষ্ট ও ভোগান্তির কথা তুলে ধরেন। তিনি ১৪ বছর যাবৎ পত্রিকা প্রকাশ করছেন এবং তার প্রকাশিত পত্রিকার প্রতিটি কপি তিনি যতœসহকারে তার অফিসে রেখেছেন। কিন্তু তার পত্রিকা স্বীকৃতি পায়নি এবং গত ১৪ বছর ধরে তিনি এই পত্রিকার জন্য ঘুমাতে পারেননি। তিনি এই পত্রিকাকে তার শরীরের একটি অংশ মনে করেন। কিন্তু তার শরীরের অংশ এই পত্রিকা প্রকাশ করতে গিয়ে গত ১৪ বছর তিনি ক্ষত-বিক্ষত হয়েছেন।

এছাড়া দেশের অন্যান্য জায়গা থেকে আসা মফস্বল সম্পাদকগন তাদের পত্রিকা প্রকাশনার ক্ষেত্রে নানা বাধা সম্মুখীনের কথা তুলে ধরেন।

উপস্থিত অনেক জেলার সমন্বয়কদের মধ্যে ০৮ জেলার সমন্বয়কগন তাদের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎে তারা কিভাবে কাজ করবেন সেসব কথা আলোচনায় উল্লেখ করেন।

জেলা সমন্বয়কদের মধ্যে ঢাকা বিভাগের হোসাইন আহম্মেদ, চট্টগ্রাম বিভাগের মাহবুব হাসান, ময়মনসিংহ বিভাগের এ্যাডঃ তানভীরুল ইসলাম, খুলনা বিভাগের এ্যাডঃ তন্ময় ভৌমিক, রাজশাহী বিভাগের মোঃ জিয়াউদ্দিন, রংপুর বিভাগের মোঃ সুমন মিয়া, সিলেট বিভাগের মোঃ জামাল উদ্দিন মীর এবং বরিশাল বিভাগের মোঃ কুতুব উদ্দিন।

আলোচনার সভা শেষে মফস্বল সম্পাদক পরিষদের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মাসরেকা জাহান মনা স্বাগত বক্তব্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন